খেলাধুলা

খুলনাকে বেশি দূর যেতে দিলো না ঢাকা

জিতলেই দ্বিতীয় দল হিসেবে নিশ্চিত হয়ে যাবে প্লে-অফের টিকিট- এমন সমীকরণ নিয়ে খেলতে নেমে ব্যাটিংটা প্রত্যাশামাফিক করতে পারলো না খুলনা টাইগার্স। মিনিস্টার ঢাকার বিপক্ষে তাদের ইনিংস থেমে গেছে ৭ উইকেটে ১২৯ রানে। ম্যাচ জিতে প্লে-অফের আশা বাঁচিয়ে রাখতে ১৩০ রান করলেই হবে ঢাকার।

Advertisement

খুলনার দলীয় সংগ্রহ আরও কমেই আটকে যেতে পারতো। যদি না লোয়ার মিডল অর্ডারে নেমে পঞ্চাশ ছাড়ানো ইনিংস খেলতেন জিম্বাবুইয়ান অলরাউন্ডার সিকান্দার রাজা। তার ৫০ বলে ৬৪ রানের ইনিংসের কল্যাণেই ১২৯ পর্যন্ত যেতে পেরেছে খুলনা। চার পরিবর্তন নিয়ে খেলতে নেমে বোলিংটা বেশ ভালোই করেছে ঢাকা।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করতে নেমে শুরুতেই বিপর্যস্ত হয়ে পড়ে খুলনার ইনিংস। ইনিংসের ৩.৩ ওভারে মাত্র ১২ রান তুলতেই সাজঘরে ফিরে যান চার ব্যাটার আন্দ্রে ফ্লেচার (৬), সৌম্য সরকার (১), জাকের আলি অনিক (৫) ও ইয়াসির আলি রাব্বি।

এরপর পাওয়ার প্লে শেষ হওয়ার পর সপ্তম ওভারে সাজঘরে ফেরেন অধিনায়ক মুশফিকুর রহিমও। তার ব্যাট থেকে আসে ১২ বলে ১২ রান। দলীয় সংগ্রহ ৫০ পার করিয়ে ব্যক্তিগত ১৭ রানে আউট হন শেখ মেহেদি হাসান। মাত্র ৫৮ রানে ৬ উইকেট হারিয়ে তখন কঠিন চাপে খুলনা। সেখান থেকে দলকে সম্মানজনক স্কোরে নিয়ে যান সিকান্দার রাজা।

Advertisement

একপ্রান্ত আগলে রেখে একার লড়াইয়ে দলকে ১২৯ রানে নিয়ে যান এ জিম্বাবুইয়ান অলরাউন্ডার। ইনিংসের শেষ বলে আউট হওয়ার আগে ৫ চার ও ৪ ছয়ের মারে ৫০ বলে ৬৪ রান করেন তিনি। এছাড়া ১২ রান আসে শ্রীলঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরার ব্যাট থেকে।

ঢাকার পক্ষে বল হাতে ২টি করে উইকেট নেন আরাফাত সানি ও আজমতউল্লাহ ওমরজাই। এছাড়া রুবেল হোসেন ও ফজলহক ফারুকির শিকার ১টি করে উইকেট।

এসএএস/জেআইএম

Advertisement