ঘন কুয়াশার কারণে সাড়ে ৫ ঘণ্টা বন্ধ থাকার পর কাওড়াকান্দি-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। এ সময় ঘাটে আটকা পড়ে যাত্রীরা প্রচণ্ড শীতে দুর্ভোগের শিকার হন।বিআইডব্লিউটিএ, বিআডব্লিউটিসিসহ একাধিক সূত্রে জানা যায় , শুক্রবার রাত বাড়ার সঙ্গে সঙ্গে কাওরাকান্দি-শিমুলিয়া নৌরুটে কুয়াশার প্রকোপ বাড়তে থাকে। বিকন বাতি, মার্কিং পয়েন্ট অস্পষ্ট হয়ে উঠলে দুঘর্টনা এড়াতে রাত ৪টার দিকে এ রুটের সকল ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। এ সময় মাঝ পদ্মায় ৫টি ফেরিসহ এ রুটের সকল ফেরি উভয় ঘাটে নোঙ্গর করে রাখা হয়। এ সময় দুই শতাধিক যানবাহন কাওড়াকান্দি ঘাটে আটকা পড়ে প্রচণ্ড শীতে যাত্রীরা দুর্ভোগ পোহান। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে কুয়াশার প্রকোপ কমলে ফেরি চলাচল শুরু হয়। তবে নদীতে এখনো কুয়াশা থাকায় ফেরিগুলো সতর্কতার সঙ্গে চলাচল করছে ।নাসিরুল হক/এসএস/এমএস
Advertisement