সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে একজন ও উপসর্গে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
Advertisement
মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সাতক্ষীরা সিভিল সার্জন ডা. হুসাইন সাফায়াত বিষয়টি নিশ্চিত করেছেন।
উপসর্গে মারা যাওয়ারা হলেন, সদর উপজেলার দহখোলা গ্রামের নবাব আলীর স্ত্রী সফুরা খাতুন (৩০), খুলনার পাইকগাছা উপজেলার হাউলিয়া গ্রামের মৃত মাকফিরাতুর রহমানের ছেলে মো. মশিয়ার রহমান (৫৫), সাতক্ষীরা শহরের কাটিয়া এলকার মৃত গোলাম মোস্তফার ছেলে মো. মুজিবর রহমান (৭৮), শ্যামনগর উপজেলার জয়নগর গ্রামের মৃত তছির উদ্দীন গাজীর ছেলে মো. নুর মোহাম্মাদ গাজী (৬৫) ও আশাশুনি উপজেলার বসুখালী গ্রামের আবুল কালামের ছেলে ইয়াসিন (১৫)। তবে, করোনা আক্রান্ত হয়ে মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি।
এদিকে, গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরায় নতুন করে আরও ২৪ জন করোনা পজিটিভি হয়েছেন।
Advertisement
আহসানুর রহমান রাজীব/এএইচ/এএসএম