ধাঁধা :১. ‘উপর থেকে পড়ল বুড়ি কাথা-কম্বল লইয়া, ভাসতে ভাসতে যায় বুড়ি কানাই নগর দিয়া।’২. ‘উপর থেকে পড়ল ছুরি, ছুরি বলে কেবল ঘুরি।’৩. ‘উপরে তিতা ভিতরে মিঠা, লেবুর দলে বাস। এই কথাটি বলতে গেলে লাগে তিন মাস।’৪. ‘উপরে চাপ নিলে চাপ, মধ্যিখানে চেরোয় সাপ।’উত্তর :১. তাল২. বাঁশপাতা৩. জাম্বুরা৪. জিহ্বাএসইউ/এমএস
Advertisement