ওয়ানডে সিরিজের পর এবার টি-টোয়েন্টিতেও জিম্বাবুয়েকে হারিয়েছে আফগানরা। শুক্রবার রোমাঞ্চকর ম্যাচে শেষ ওভারে নাটকীয় জয় তুলে নিয়েছে আফগানরা। এ জয়ের ফলে জিম্বাবুয়েকে ৫ রানে হারিয়ে দুই ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেলো তারা।আফগানিস্তানের দেয়া ১৮৮ রান তাড়া করতে নেমে শুরতেই বিপদে পড়ে জিম্বাবুয়ে। তবে হ্যামিল্টন মাসাকাদজা এক প্রান্তে দায়িত্বশীল ব্যাট করে জিম্বাবুয়েকে জয়ের স্বপ্ন দেখান। মাসাকাদজার বিদায়ের পর একাই লড়ে যান ম্যালকম ওয়ালার। শেষ পর্যন্ত দুর্দান্ত লড়াই করলেও তা ম্যাচ জয়ের জন্য যথেষ্ট ছিল না।জিম্বাবুয়ের শেষ ওভারে দরকার ছিল ২১ রান। বোলার ছিলেন দৌলত জাদরান। একটি করে চার-ছক্কা মেরে লড়াই জমিয়ে তোলেন লুক জংগুই। পাশাপাশি সে ওভারে দুটি করে ওয়াইড এবং নো বল করেন তিনি। তবে শেষ রক্ষা হয়নি তাতে। শেষ বলে কাঙ্ক্ষিত ছক্কা হাকাতে গিয়ে গুলবাদিন নাইবের ক্যাচে পরিণত হন তিনি।দলের পক্ষে সর্বোচ্চ ৪৯ রান করে অপরাজিত থাকেন ওয়ালার। ৩৭ বলে ২টি চার এবং ২টি ছক্কায় এই রান করেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ রান আসে মাসাকাজার ব্যাট থেকে। ২৪ বলে ৩টি এবং ২টি ছক্কায় ৩১ রান করেন তিনি। আফগানদের ৩২ রান দিয়ে ৩টি উইকেট নিয়ে দৌলত জাদরান ম্যাচের সেরা বোলার।এর আগে শুক্রবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে দুর্দান্ত সূচনা পায় আফগানিস্তান। দুই উদ্বোধনী ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদ ও উসমান ঘানির নৈপুণ্যে মাত্র ৬.২ ওভারে ৬৩ রান সংগ্রহ করেন।দলের পক্ষে সর্বোচ্চ ৪২ রান করেন ঘানি। ৩৮ বলে ৫টি চার ও ১টি ছক্কায় এই রান করেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ রান আসে গুলবদিন নাইবের ব্যাট থেকে। মাত্র ২০ বলে ২টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৩৭ রান করেন তিনি। এছাড়া ১৭ বলে ২টি চার ও ৩টি ছক্কায় ৩৩ রান করেন শাহজাদ। জিম্বাবুয়ের পক্ষে স্পিনার গ্রায়েম ক্রেমার ১৭ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন।আগামী রোববার একই মাঠে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে।আরটি/এআরএস/এমএস
Advertisement