দেশজুড়ে

মেয়ের বিয়ে দিয়ে রাতেই মায়ের আত্মহত্যা

পাবনার চাটমোহরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তাছলিমা খাতুন শেফালী (৪২) নামে প্রবাস ফেরত এক নারী।

Advertisement

সোমবার (৭ ফেব্রুয়ারি) রাতে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শেফালী উপজেলার বিলচলন ইউনিয়নের মহাজের পাড়া গ্রামের আলাউদ্দিনের তৃতীয় স্ত্রী।

স্থানীয় ইউপি সদস্য আব্দুস সালাম বলেন, শেফালী বেশ কয়েক বছর দেশের বাইরে ছিলেন। সে সময় দুই বিয়ে করা আলাউদ্দিনের সঙ্গে মোবাইল ফোনে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ছুটিতে এসে আলাউদ্দিনকে বিয়ে করে তৃতীয় স্ত্রী হিসেবে সংসার শুরু করেন তিনি। শেফালীরও আগে এক বিয়ে হয়েছিল। শেফালির আগের স্বামীর ঘরে এক মেয়ে রয়েছেন।

ইউপি সদস্য আরও বলেন, এক মাস আগে শেফালী শেষবারের মতো দেশে ফেরেন। তিনি স্বামী সতীনের সঙ্গে মিলেমিশে ছিলেন। সোমবার শেফালির প্রথম পক্ষের মেয়ের বিয়ে হয়। মেয়ের বিয়ে উপলক্ষে স্বামী আলাউদ্দিনকে সঙ্গে নিয়ে ভাঙ্গুড়া উপজেলার শাহানগর গ্রামে যান তিনি। সোমবার রাতে বাড়ি ফিরে আসেন তারা। বাড়ি এসে আলাউদ্দিন দ্বিতীয় স্ত্রীর সঙ্গে ঘুমাতে যান। রাতের এক সময় আলাউদ্দিন শেফালীর ঘরে যান। এ সময় তিনি শেফালীকে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস নেওয়া অবস্থায় দেখেন।

Advertisement

আব্দুস সালাম বলেন, তাকে দ্রুত উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান আলাউদ্দিন। অবস্থার অবনতি হলে রাতেই পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই শেফালীর মৃত্যু হয়।

আলাউদ্দিনকে না পাওয়ায় ঘটনার বিষয়ে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন জাগো নিউজকে বলেন, গৃহবধূর মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আমিন ইসলাম জুয়েল/এসজে/এএসএম

Advertisement