সাকিব আল হাসানের ফরচুন বরিশাল এরই মধ্যে প্লে-অফে খেলা নিশ্চিত করে ফেলেছে। আগেরদিন সিলেট সানরাইজার্সের বিপক্ষে খুলনা টাইগার্সের জয়ের পরপরই বরিশালের প্লে-অফে খেলা নিশ্চিত হয়ে যায়। এখন ফরচুন বরিশালের সামনে লক্ষ্য গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই প্লে-অফে যাওয়া।
Advertisement
অন্যদিকে পয়েন্ট টেবিলের তলানীতে থাকা সিলেট সানরাইজার্সের সামনে লক্ষ্য হলো, নিজেদের টিকিয়ে রাখা। টুর্নামেন্টে যদিও আপাত দৃষ্টিতে মনে হয়, সিলেটের বিদায়ঘণ্টা বেজে গেছে। তবুও কাগজে-কলমে এখনও হিসাব-নিকাশ বাকি আছে। বাকি থাকা তিন ম্যাচ যদি জিততে পারে, তাহলেই কেবল প্লে-অফের সিকে ছিঁড়বে তাদের।
তবে, পথটা তাদের খুবই কঠিন। আপাতত ফরচুন বরিশালের বিপক্ষে জিততেই হবে তাদের। হারলে বিদায় নিশ্চিত। সাকিব আল হাসানদের বিপক্ষে জয়ের জন্য নিজেদের মাঠে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সিলেট সানরাইজার্স অধিনায়ক রবি বোপারা।
সিলেট সানরাইজার্স একাদশ
Advertisement
রবি বোপারা (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, এনামুল হক বিজয় (উইকেটরক্ষক), আলাউদ্দিন বাবু, নাজমুল ইসলাম অপু, মিজানুর রহমান, সোহাগ গাজী, এ কে এস স্বাধীন, কলিন ইনগ্রাম, শিরাজ আহমেদ।
ফরচুন বরিশাল একাদশসাকিব আল হাসান (অধিনায়ক), ক্রিস গেইল, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, ডোয়াইন ব্র্যাভো, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মুনিম শাহরিয়ার, জিয়াউর রহমান, মুজিব-উর রহমান, মেহেদী হাসান রানা, শফিকুল ইসলাম।
আইএইচএস/
Advertisement