জোকস

আজকের জোকস : ০৯ জানুয়ারি ২০১৬

একদিন সকালে রাজা কৃষ্ণচন্দ্র মজুমদার প্রাতঃভ্রমণে বের হলেন গোপাল ভাড়কে নিয়ে। গোপাল তামাক খাচ্ছিলো দেখে রাজা খুবই বিরক্ত হলেন। পথে দেখলেন, তামাক বাগানে একটা গাধা আগাছা খাচ্ছে, কিন্তু তামাক পাতায় মুখও দিচ্ছে না। রাজা গোপালকে বললেন, ‘দেখেছো হে গোপাল, গাধা ঘাস খায় ঠিকই, কিন্তু তামাক মুখেও নেয় না।’ হেসে গোপাল বলে, ‘রাজামশাই ঠিকই বলেছেন। কেবল গাধারাই তামাক খায় না।’*****গোপালের তখন বয়স হয়েছে। চোখে ভালো দেখতে পারে না। একদিন পর রাজ দরবারে এলেন-রাজা : কী গোপাল, গতকাল আসনি কেন? গোপাল : আজ্ঞে চোখে সমস্যা হয়েছে। সবকিছু দুটো দেখি। কাল এসেছিলাম। এসে দেখি দুটো দরবার। কোনটায় ঢুকব, ভাবতে ভাবতেই।রাজা : এ তো তোমার জন্য ভালোই হলো। তুমি বড়লোক হয়ে গেলে। আগে দেখতে তোমার একটা বলদ, এখন দেখবে দুটো বলদ। গোপাল : ঠিকই বলেছেন মহারাজ। আগে দেখতাম আপনার দুটো পা, এখন দেখছি চারটা পা। ঠিক আমার বলদের মতোই।*****একবার রাজামশাই শক্ত করে গোপাল ভাঁড়ের হাত আঁকড়ে ধরে বললেন, ‘কী গোপাল, বুদ্ধির জোরে কি আর সব হয়? মাঝে গায়ের জোরও লাগে। পারলে হাতখানা ছোটাও দেখি বাপু। দেখি, কেমন তোমার শক্তি।’ রাজা ভেবেছিলেন, গোপাল ভাঁড় হয়তো হাত ধরে টানাহেঁচড়া করবে, মোচড়ামুচড়ি করবে। রাজাকে অবাক করে দিয়ে সে এসবের কিছুই করল না! শুধু বিড়বিড় করে রাম রাম বলতে লাগল। রাজামশাই : কী হলো, অত রাম রাম করছ কেন? গোপাল : রাজা মশাই, গুরুজনের মুখে শুনেছি, রামনাম জপলে ভূত ছাড়ে! রাজা সঙ্গে সঙ্গে গোপালের হাত ছেড়ে দিলেন!*****প্রথম বন্ধু : দোস্ত এখানে ঝামেলা হয়ে গেছে। গাড়িতে বিশ-পঁচিশটা ছেলে ভরে নিয়ে আয় এখুনি। দ্বিতীয় বন্ধু : আরে ভাই আজ তো বিজোড় সংখ্যার দিন, আমার গাড়ি জোড় সংখ্যার। আজ যেতে পারব না ভাই, তুই বরং আজকের মতো মারটা খেয়েই নে।এসইউ/এমএস

Advertisement