খেলাধুলা

মুন্সিগঞ্জে স্বস্তির জয় চ্যাম্পিয়ন কিংসের

অসুস্থতার কারণে প্রথম ম্যাচে ডাগআউটে ছিলেন না অস্কার ব্রুজোন। হোটেলে বসেই দেখেছেন টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে তার দলের হারটা।

Advertisement

তবে দ্বিতীয় ম্যাচে ডাগআউটে ফিরেই তিন হাসলেন জয়ের হাসি; মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ শহীদ মতিউর রহমান স্টেডিয়াম থেকে পূর্ণ পয়েন্ট নিয়েই ফিরেছেন টানা দুইবারের চ্যাম্পিয়নরা। সোমবার ব্রুজোনের দল ১-০ গোলে হারিয়েছে উত্তর বারিধারা ক্লাবকে।

স্বাধীনতা কাপে চ্যাম্পিয়ন হতে পারেনি বসুন্ধরা কিংস। ফেডারেশন কাপ তো খেলাই হয়নি তাদের। লিগ শিরোপা জয়ের হ্যাটট্রিক মিশনের শুরুটাও ভাল ছিল না তাদের। নবাগত স্বাধীনতা ক্রীড়া সংঘের কাছে হেরে প্রথম ম্যাচে হারিয়েছে ৩ পয়েন্ট। যে কারণে, সোমবার তাদের জয়টি ছিল স্বস্তিরই।

তবে এ জয়টি সহজ ছিল না চ্যাম্পিয়নদের জন্য। ম্যাচের শুরুটা ভাল ছিল না কিংসের। প্রথম ১৫ মিনিট তারা উত্তর বারিধারার আক্রমণ ঠেকিয়েই কাটিয়েছে। ওই সময় গোল খেয়ে পিছিয়ে পড়লে তাদের জন্য ম্যাচটা কঠিন হতে পারতো।

Advertisement

সময় গড়ানোর সাথে সাথে ম্যাচের গতিটা নিজেদের করে নিয়েছিল কিংস। প্রথমার্ধে এক গোল দিয়ে সেটা ধরে রেখে শেষ পর্যন্ত লিগের প্রথম জয়টা তুলে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।

বসুন্ধরা কিংসের গোলটি এসেছে তাদের বসনিয়ান ফরোয়ার্ড স্টোজান ভ্রানজেসের পা থেকে। ২৬ মিনিটে ডান দিক থেকে লম্বা ক্রস ফেলেছিলেন মোহাম্মদ ইব্রাহিম। দ্বিতীয় পোস্টের কাছ থেকে প্লেসিংয়ে বল জালে পাঠিয়ে ডাগআউটে হাসি ছড়িয়েছেন এ বসনিয়ান।

উত্তর বারিধারা ক্লাব প্রথম ম্যাচে ২-১ গোলে হেরেছিল শেখ জামালের কাছে। দ্বিতীয় ম্যাচেও হেরে তারা পড়ে রইলো পয়েন্ট টেবিলের তলানীতে। আর প্রথম ম্যাচ জিতে বসুন্ধরা নিজের ওপরে তুললো বেশ কিছুটা।

আরআই/আইএইচএস/

Advertisement