দেশজুড়ে

কটিয়াদীতে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

কিশোরগঞ্জের কটিয়াদীতে হয়ে গেলো গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা। শুক্রবার বিকেলে উপজেলার জালালপুর ইউনিয়নের ফেকামার বিস্তীর্ণ ফসলের মাঠে ব্যতিক্রমী এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিভিন্ন জেলা থেকে আসা ১৬টি দৌড়ের ঘোড়া অংশ নেয়।দু’টি পর্বে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বড় ঘোড়ার দৌড়ে প্রথম হয় নরসিংদীর শিবপুর উপজেলার খোকনের ঘোড়া। আর ছোট ঘোড়ার দৌড়ে প্রথম হয় কটিয়াদী উপজেলার হালুয়াপাড়া গ্রামের পাশশু মিয়ার ঘোড়া।প্রতিযোগিতায় প্রথমস্থান অর্জনকারী ঘোড়ার মালিককে পুরস্কার হিসেবে দেয়া হয় রঙিন টেলিভিশন আর ছাগল। এ ছাড়া প্রতিযোগিতায় অংশ নেয়া সব ঘোড়ার মালিককে সান্ত্বনা পুরস্কার দেয়া হয়। পুরস্কার তুলে দেন জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহ নেওয়াজ ভূঁইয়া।এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে প্রতিবছর শীত মওসুমে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উদ্যোগে এ এলাকায় ঘোড়ার দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। তবে ফেকামারা মাঠে এবার ছিল সপ্তমবারের মতো এ আয়োজন।ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে ফেকামারা এলাকায় জড়ো হন কিশোরগঞ্জ ছাড়াও আশপাশের জেলার শত শত মানুষ।নূর মোহাম্মদ/বিএ

Advertisement