লাইফস্টাইল

কোন রঙের গোলাপ দেবেন প্রিয়জনকে?

রোজ ডে দিয়ে শুরু হয়েছে নতুন বছরের ভ্যালেন্টাইন সপ্তাহ। প্রতিবছরের ৭-১৪ তারিখ পর্যন্ত ভালোবাসার সপ্তাহ পালন করে বিশ্বের প্রায় সব দেশের মানুষই।

Advertisement

আজ রোজ ডে অর্থাৎ গোলাপের দিন। প্রিয়জনকে গোলাপ দেওয়ার মধ্য দিয়ে আপনিও শুরু করতে পারেন ভালোবাসা সপ্তাহের কার্যক্রম।

আজ সঙ্গীকে গোলাপ উপহার দিয়ে মনের ভাবনা প্রকাশ করুন। তবে গোলাপ উপহার দেওয়ার আগে জেনে নিন রংভেদে গোলাপের মানে-

>> সব রঙের গোলাপের মধ্যে লাল হলো সবচেয়ে আকর্ষণীয়। এর জনপ্রিয়তাও আকাশছোঁয়া। লাল গোলাপ প্রেমের প্রতীক হিসেবে বিবেচিত হয়।

Advertisement

এ কারণে ভালোবাসা প্রকাশের অন্যতম মাধ্যম হতে পারে লাল গোলাপ। আজকের দিনে একগুচ্ছ লাল গোলাপ দিয়ে প্রিয়জনকে মুহূর্তেই খুশি করতে পারেন।

>> গোলাপি রঙের গোলাপও বেশ জনপ্রিয়। কারও প্রশংসার স্মারক হিসেবে আপনি এই রঙের গোলাপ উপহার দিতে পারেন।

গোলাপি রঙের গোলাপ আভিজাত্য ও সৌন্দর্যের প্রতীক। কারও প্রশংসা কিংবা উৎসাহ জ্ঞাপনে উপহার দিন একগুচ্ছ গোলাপি গোলাপ। >> হলুদ রঙের গোলাপ বেশ দামি হয়ে থাকে। কারণ সচরাচর সব জায়গায় পাওয়া যায় না এই রঙের গোলাপ।

বন্ধুত্বের বন্ধন আরও মজবুত করতে আজকের দিনে বন্ধুকে দিন হলুদ গোলাপ। এ ছাড়াও খুশি ও সত্যের প্রতীক হিসেবেও ব্যবহৃত হয় এই গোলাপ।

Advertisement

>> সাদা গোলাপ স্নিগ্ধতা প্রকাশ করে। সাদা পবিত্রতা, শান্তি ও একতার রং। শুদ্ধ প্রেমের প্রতীক হিসেবে সাদা গোলাপ ব্যবহৃত হয়ে আসছে যুগ যুগ ধরে।

সম্পর্ক দীর্ঘস্থায়ী করার লক্ষ্য দিয়ে এদিন সঙ্গীকে উপহার দিতে পারেন সাদা গোলাপ। এ কারণেই বিয়ের অনুষ্ঠানে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় সাদা গোলাপ।

>> কমলা গোলাপ অতটা সহজলভ্য নয়। এর সৌন্দর্য মুগ্ধ করে সবাইকে। আবেগ ও কৃতজ্ঞতার প্রতীক মনে করা হয় কমলা রঙের গোলাপকে।

ভালোবাসার মানুষটির সঙ্গে খুব ভালো বোঝাপড়া থাকলে তাকে দিন কমলা গোলাপ।

জেএমএস/এএসএম