আন্তর্জাতিক

দিল্লিসহ ভারতের বিভিন্ন রাজ্যে পুনরায় স্কুল-কলেজ চালু

ভারতের রাজধানী দিল্লি এবং দেশটির আরও চার রাজ্যে সোমবার থেকে স্কুল-কলেজ খুলে দেওয়া হয়েছে। সংক্রমণ বাড়তে থাকায় গত বছরের ডিসেম্বরে সব স্কুল-কলেজ বন্ধ করে দেওয়া হয়।

Advertisement

দিল্লি, উত্তরপ্রদেশ, কেরালা, ওড়িশা এবং বিহারে নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের স্বশরীরে স্কুলে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। সোমবার থেকেই এসব ক্লাসের শিক্ষার্থীরা পুনরায় স্কুল-কলেজে যাওয়া শুরু করেছে।

অপরদিকে দিল্লিতে নার্সারি থেকে স্ট্যান্ডার্ড ৮-এর ক্লাস আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে পুনরায় চালু হবে বলে জানানো হয়।

দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মনিশ সিসোদিয়া জানিয়েছেন, রাজধানীতে সরাসরি ক্লাসের পাশাপাশি শিক্ষার্থীদের অনলাইন ক্লাসও চলবে।

Advertisement

গত সপ্তাহে কেন্দ্রীয় সরকার জানিয়েছে, যেসব জেলায় সংক্রমণের হার ৫ শতাংশের কম সেখানে স্কুল-কলেজ পুনরায় চালু করা যাবে। তবে এই সিদ্ধান্ত রাজ্য সরকারের ওপর ন্যাস্ত করা হয়েছে। রোববার দিল্লিতে নতুন করে আরও ১ হাজার ৪১০ জন করোনায় আক্রান্ত হয়েছে। সেখানে সংক্রমণের হার ২ দশমিক ৪ শতাংশ।

টিটিএন/জিকেএস