রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে।
Advertisement
সোমবার (৭ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।
তিনি বলেন, গত রোববার (৬ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে আজ সোমবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টার মধ্যে তিনজন করোনায় মারা গেছেন। এদের মধ্যে দুজন রাজশাহী জেলার বাসিন্দা ও একজন বগুড়ার। তাদের পরিবারকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে মরদেহ দাফন করতে বলা হয়েছে।
এদিকে সোমবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আরটিপিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ৬১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়া রাজশাহী মেডিকেল কলেজের ল্যাবে ২৮১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ৭০ জনের করোনা শনাক্ত হয়েছে।
Advertisement
নমুনা পরীক্ষার অনুপাতে বর্তমানে রাজশাহীতে করোনা শনাক্তের হার কিছুটা নিম্নমুখী। যার গড় শনাক্তের হার ২৭ দশমিক ৫৭ শতাংশ।
পরিচালক জানান, এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে ৭০ জন রোগী ভর্তি ছিলেন। এর মধ্যে করোনা পজিটিভ ৪৩ জন। করোনা উপসর্গ নিয়ে ভর্তি আছেন ২৪ জন এবং করোনা সন্দেহে রোগী ভর্তি আছেন তিনজন।
ফয়সাল আহমেদ/এফএ/এমএস
Advertisement