সকল প্রস্তুতি সম্পন্নের পর শেষ মুহূর্তে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। উচ্চ আদালতের আদেশের প্রেক্ষিতে রোববার রাতে নির্বাচন কমিশন এ আদেশ দেয়।
Advertisement
চিঠি সূত্রে জানা গেছে, রিট পিটিশন নং ১২৪১/২০২২এর ১ ফেব্রুয়ারি ২০২২ তারিখে প্রদত্ত হাইকোর্টের আদেশের প্রেক্ষিতে সিএমপি নং ৮৮/২০২২ এর ৬ ফেব্রুয়ারি প্রদত্ত আপিল বিভাগের আদেশ প্রতিপালনার্থে নির্বাচন কমিশন আওলাই ইউপির নির্বাচন স্থগিত করার জন্য সিদ্ধান্ত প্রদান করেছে।
সপ্তম ধাপে পাঁচবিবির আওলাই এবং কুসুম্বা ইউনিয়নে সোমবার (৭ ফেব্রুয়ারি) নির্বাচন উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়। আওলাই ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর প্রার্থিতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করেন বিদ্রোহী প্রার্থী একরামুল হক চৌধুরী।
আদালত ওই মামলায় ১ ফেব্রুয়ারি ইব্রাহিম হোসাইনের প্রার্থিতা বাতিল করেন। পরে আপিলের প্রেক্ষিতে ৩ ফেব্রুয়ারি চেম্বার জজ আদালতও ইব্রাহিম হোসাইনের বিরুদ্ধে ‘নো অর্ডার’ আদেশ দেন। পরবর্তীতে ইব্রাহিম হোসাইন আপিলের জন্য রিট করলে ৬ ফেব্রুয়ারি আপিল বিভাগ হাইকোর্টের পূর্বের সকল আদেশ স্থগিত করে ১৩ ফেব্রুয়ারি শুনানির আদেশ দেন। আপিল বিভাগের আদেশ প্রতিপালনার্থে নির্বাচন কমিশন নির্বাচন স্থগিত করার জন্য সিদ্ধান্ত প্রদান করে।
Advertisement
উপজেলা নির্বাচন ও রিটার্নিং অফিসার শহিদুল ইসলাম নির্বাচন স্থগিত সংক্রান্ত নির্বাচন কমিশনের চিঠির সত্যতা নিশ্চিত করে বলেন, আওলাই ইউনিয়নের নির্বাচন স্থগিত হলেও কুসুম্বা ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনের প্রস্তুতি হিসেবে আওলাই ইউনিয়নে সরবরাহ করা নির্বাচনী সরঞ্জামাদি ফেরত দেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
রাশেদুজ্জামান/এফএ/এমএস