রাজনীতি

ইতিহাস বিকৃতিকারীদের রাজনীতির করার অধিকার নেই

সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, যারা এই দেশের মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না, সাধারণ মানুষের আত্মত্যাগে বিশ্বাস করে না, জাতির পিতার অবদানের কথা স্বীকার করে না, যারা মুক্তিযুদ্ধের চেতনাকে বিকৃত করে তাদের বাংলাদেশের মাটিতে রাজনীতি করার অধিকার থাকতে পারে না।শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সড়ক দ্বীপে বাংলাদেশ ছাত্রলীগের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তথ্য ও আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।এসময় মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বির্তকিত মন্তব্য করায় বিএনপি নেত্রী খালেদা জিয়া বাংলাদেশের নাগরিক হতে পারে না বলে মন্তব্য করেন মন্ত্রী। মন্ত্রী বলেন, খালেদা জিয়া বাংলাদেশের মানুষ হতে পারেন না, বাংলাদেশের নাগরিক হতে পারেন না। বাংলাদেশের নাগরিক হলে মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা নিয়ে প্রশ্ন তুলতে পারতো না। তার কথাই প্রমাণ করে তিনি বাংলাদেশের নাগরিক নয়, তাই তিনি বাংলাদেশে থাকতে পারেন না।এসময় ছাত্রলীগ কর্মীদের উদ্দেশ্য করে নূর বলেন, বঙ্গবন্ধুর চোখের দিকে সাহস করে তাকাতে পারলে প্রকৃত ছাত্রলীগ কর্মী হওয়া যাবে। বঙ্গবন্ধুর চোখ হলো বাংলাদেশের মানুষের চোখ, বাংলাদেশের সংগ্রামের চোখ, এ দেশের মুক্তির চোখ্। কোন ভয়ভীতি, লোভ-লালসা ওই চোখকে গ্রাস করতে পারেনি। বঙ্গবন্ধুকে ধারণ করতে হবে চিন্তায়, আদর্শে, শুধু স্লোগানে নয়।ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের সঞ্চালনায় এবং সভাপতি সাইফুর রহমান সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি বাহাদুর বেপারী, ঢাবি শাখার সভাপতি আবিদ আল হাসান, সাধারণ সম্পাদক মোতাহের হোসেন প্রিন্স প্রমুখ।  এমএইচ/এসকেডি/এমএস

Advertisement