রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলছে তিন দিনব্যাপী ‘গ্রামীণফোন স্মার্টফোন ও ট্যাব মেলা-২০১৬’। শুক্রবার মেলার দ্বিতীয় দিনে দর্শক উপস্থিতি, কেনাবেচা, ছাড় ও উপহারের ছড়াছড়িতে জমজমাট হয়ে উঠেছে এই মেলা। বিশেষ করে তরুণ-তরুণীদের উপস্থিতি দেখার মতো। শুক্রবার সকাল ১০টায় দ্বিতীয় দিনের মতো দর্শনার্থী ও ক্রেতাদের জন্য উন্মুক্ত করা হয় মেলা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই বাড়তে থাকে দর্শনার্থীদের ভিড়। আজ ছুটির দিন হওয়ায় অনেকেই পরিবারসহ এসেছেন স্মার্টফোন কিনতে। এমনই একজন মো. জাফর সিদ্দিক। তিনি এসেছেন মিরপুর এলাকা থেকে। জাফর সিদ্দিক জাগো নিউজকে বলেন, আমার স্ত্রীর জন্য একটি স্মার্টফোন কিনতে এসেছি। ছুটির দিন তাই পরিবারের সবাইকে নিয়েই মেলায় ঘুরতে এলাম। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া গ্রামীণফোণ স্মার্টফোন ও ট্যাব মেলা চলবে শনিবার পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।উল্লেখ্য, মেলায় টিকিটের প্রবেশ মূল্য ২০ টাকা। মেলায় দর্শনার্থীদেরকে একটি করে ঝকঝকে নতুন বছরের পকেট ক্যালেন্ডার বিনামূল্যে দিচ্ছে দেশের অন্যতম জনপ্রিয় অনলাইন পোর্টাল জাগোনিউজ২৪.কম। এআরএস/এসকেডি/এমএস
Advertisement