মালদ্বীপের আমন্ত্রণে ফ্রেন্ডলি ভলিবল সিরিজ খেলতে রোববার সকালে মালে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ভলিবল দল। সেখানে মালদ্বীপ জাতীয় দলের বিপক্ষে ৩ ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ। ম্যাচ তিনটি হবে ৮, ১০ ও ১১ ফেব্রুয়ারি।
Advertisement
গত ডিসেম্বরে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন ভলিবল চ্যালেঞ্জ কাপের আসর বসেছিল। ওই আসরে বাংলাদেশের কাছে শোচনীয়ভাবে হেরেছিল মালদ্বীপ। দ্বীপ দেশটির বিপক্ষে আবার লড়াইয়ে নামবে আল জাবির-হরষিৎ বিশ্বাসরা।
মালদ্বীপ ও বাংলাদেশের মধ্যে ভলিবলের সম্প্রীতি উন্নয়নের লক্ষ্যেই বাংলাদেশ দল সফর করবে দ্বীপ দেশটিতে। ১২ জন খেলোয়াড়, ২ জন কোচ ও ২ জন কর্মর্কতা- এই ১৬ জনের দল মালদ্বীপ যাবে। এর আগে দলের সবাইকে করোনা পরীক্ষা করানো য়েছে।
দলনেতা ও বাংলাদেশ ভলিবল ফেডারেশনের যুগ্ম সম্পাদক ফজলে রাব্বি বাবুল জাগো নিউজকে বলেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মালদ্বীপ সফরকালে দেশটির যুব ও ক্রীড়ামন্ত্রী সাক্ষাত করেন। ওই সময় দুই দেশের মধ্যে ভলিবল সিরিজের বিষয়টি আলোচনা হয়েছিল। পরে মালদ্বীপের যুব ও ক্রীড়ামন্ত্রী বাংলাদেশ সফরের সময় ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেলের সঙ্গে সাক্ষাতকালেও একই বিষয়ে আলোচনা হয়েছি। সেই আলোচনার ভিত্তিতেই আমরা প্রীতি ম্যাচ খেলতে মালদ্বীপ যাচ্ছি।'
Advertisement
দলের সঙ্গে স্থানীয় দুই কোচ এমাদুল হক ও শফিকুর রহামান যাচ্ছেন। ম্যানেজার হিসেবে থাকবেন আতাউর রহমান।
আরআই/আইএইচএস/