বিনোদন

হবু ভাবীর কেয়ারটেকার হয়ে বিপদে অপূর্ব!

হবু ভাবীর কেয়ারটেকার হয়ে বিপদে অপূর্ব!
 

সময়ের ট্রেন্ডিং কিছু জুটি রয়েছে যারা নাটকের আঙিনায় রঙ ছড়াচ্ছেন। তার একটি অপূর্ব ও সাবিলা নূর। বহু নাটকে এই দুই তারকা কাজ করেছেন একসঙ্গে। তাদের সেইসব নাটক কোটি কোটি ভিউ পেয়েছে। জুটেছে অনেক প্রশংসাও।

Advertisement

এবার আরও একটি নাটক নিয়ে হাজির হতে যাচ্ছেন তারা। নাটকের নাম ‘স্পাই লাভ’। এ নাটকে অপূর্বকে পাওয়া যাবে কেয়ারটেকারের চরিত্রে। আর তিনি এই কাজটি করছেন সাবিলা নূরের বাসায়!

সদ্য নির্মিত এই নাটকে দেখা যাবে, বড় ভাইয়ের হবু বৌয়ের গতিবিধি লক্ষ্য করার জন্য কেয়ারটেকারের চাকরি নেন ছোট ভাই রাজীব তথা অপূর্ব। সেখানে গিয়ে প্রেমে পড়েন ওই বাসার ছোট মেয়ে বুবলীর। কিন্তু বিপদ দেখা দেয় কেয়ারটেকার অপূর্বর কাজ নিয়ে। যাকে একই সঙ্গে বাসার সব কাজ করতে হয়। অথচ তিনি এসেছেন যুক্তরাষ্ট্র থেকে। পড়াশুনা করছেন বায়োক্যামেস্ট্রি নিয়ে।

সিএমভি প্রযোজিত এই নাটকটি রচনা করেছেন মেজবাহ উদ্দীন সুমন। নির্মাতা রুবেল হাসান।

Advertisement

প্রযোজক এস কে সাহেদ আলী জানান, ‘স্পাই লাভ’ শিগগিরই মুক্তি পাচ্ছে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।

এলএ/এমএস