আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু ৯ লাখ ছাড়ালো

মহামারি করোনাভাইরাসে বিশ্বে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর শীর্ষে যুক্তরাষ্ট্র। সংক্রমণ ও মৃত্যু উভয় সূচকেই দেশটি তালিকায় সবার উপরে। এবার করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের ব্যাপক সংক্রমণের মধ্যেই যুক্তরাষ্ট্রে মৃত্যুর সংখ্যা ৯ লাখ ছাড়িয়েছে। মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত দেশটিতে মোট মৃতের সংখ্যা ৯ লাখ ২৪ হাজার ৫১৭ জনে দাঁড়িয়েছে।

Advertisement

গত ১২ ডিসেম্বর যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যুর সংখ্যা ৮ লাখ ছাড়িয়েছিল। সে হিসাবে পরবর্তী মাত্র দেড় মাসের ব্যবধানে দেশটিতে আরও প্রায় সোয়া লাখ মানুষের মৃত্যু হয়েছে।

করোনার দ্রুত সংক্রামক ভ্যারিয়েন্ট ওমিক্রনে বিশ্বের অন্যান্য দেশের মতো যুক্তরাষ্ট্রেও প্রতিদিনই বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা। তবে ডেল্টা বা অন্যান্য রূপান্তরিত ভ্যারিয়েন্টগুলোর মতো ওমিক্রন এতোটা প্রাণঘাতি নয় বলে মনে করেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা।

স্থানীয় সময় শুক্রবার এক সংবাদ সম্মেলনে ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) পরিচালক র্যাশেলে ওয়ালেনস্কি দেশটির করোনা পরিস্থিতি নিয়ে বলেন, করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির হার এখনো অনেক বেশি। প্রতিদিন রোগীর চাপ বাড়ছে। কিছু কিছু অঞ্চলের হাসপাতালে নতুন রোগী ভর্তি করার মতো অবস্থা নেই।

Advertisement

বিশেষজ্ঞরা মনে করেন, টিকাগ্রহণে মার্কিন জনগণের উদাসীনতাই দেশটিতে করোনায় মৃত্যুর হার বৃদ্ধির অন্যতম কারণ। সবচেয়ে কার্যকর করোনা টিকাগুলো সহজলভ্য হওয়ার সত্ত্বেও যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত মাত্র ৬৪ শতাংশ জনগণ টিকার দুই ডোজ নিয়েছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। এসময়ে দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৮১ হাজার ৪৬৯ জন এবং মারা গেছেন ২ হাজার ৬১৯ জন। এছাড়া ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ২ লাখ ৩৭ হাজার ৯৯২ জন। দেশটিতে এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৭ কোটি ৭৪ লাখ ৯৬ হাজার ৮৬০ জন ও মারা গেছেন ৯ লাখ ২৪ হাজার ৫৩০ জন।

এমকেআর/এএসএম

Advertisement