দেশজুড়ে

সবাই জঙ্গি হামলার আশঙ্কা করছে : জিয়াউল আহসান

র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসান বলেছেন, শুধু বাংলাদেশে নয়, সারাবিশ্ব সম্প্রতি জঙ্গি হামলা নিয়ে চিন্তা-ভাবনা করছে। সবাই জঙ্গি হামলার আশঙ্কা করছে। অর্থাৎ জঙ্গি হামলার বিষয়টি কেউ উড়িয়ে দিচ্ছে না। আমরা সেই রকম প্রস্তুতি নিয়ে এখানে কাজ করছি। শুক্রবার বেলা ১১টার দিকে বিশ্ব ইজতেমার মাঠ সংলগ্ন মন্নুনগর এলাকায় স্থাপিত র‌্যাবের কন্ট্রোল রুমের সামনে এক প্রেস বিফ্রিংয়ে এসব কথা জানান র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক। তিনি বলেন, জঙ্গি হামলার আশঙ্কা মাথায় রেখেই আমরা সর্বোচ্চ পর্যায়ে নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি। ইজতেমাস্থল ঘিরে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি।তিনি আরো বলেন, ইজতেমার ১৮টি প্রবেশ পথে এবং মেহমানখানায় সিসি টিভি আছে। ৩৮টি সিসি ক্যামেরার মাধ্যমে পুরো ইজতেমা ময়দান পর্যবেক্ষণ করা হচ্ছে।জিয়াউল আহসান বলেন, পর্যবেক্ষণ চৌকি থেকে ইজতেমার ভেতরে কোনো অপ্রীতিকর ঘটনার আভাস পেলে তার প্রতিরোধ ব্যবস্থা করা হবে। রাতেও এই অবজারভেশন পোস্ট থেকে পর্যবেক্ষণের ব্যবস্থা থাকবে। তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমা ময়দান অবস্থিত। এই তুরাগ নদীতে স্পিডবোটের মাধ্যমে নৌ টহল থাকছে। সার্বক্ষণিক নৌ টহল দায়িত্ব পালন করবে। পাশাপাশি হেলিকপ্টারের মাধ্যমে টহলের ব্যবস্থা রয়েছে।আমিনুল ইসলাম/এমএএস/পিআর

Advertisement