রাজশাহী মেডিকেল (রামেক) কলেজ হাসপাতালে টানা ১৫ দিন পর করোনায় মৃত্যুশূন্য দিন কেটেছে। গত কয়েকদিনে করোনা ইউনিটে মৃত্যুর সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছিল। গত ২৪ ঘণ্টায় করোনায় কোনো মৃত্যু নেই বলে জানিয়েছে রামেক কর্তৃপক্ষ।
Advertisement
এদিকে রামেক হাসপাতালের করোনা ইউনিটের প্রতিবেদন যাচাই করে দেখা গেছে, গত ১৮ জানুয়ারি মৃত্যুহীন দিন কাটে করোনা ইউনিটে। এরপর দু’তিনজন করে উপসর্গ ও করোনা নিয়ে মারা গেছেন। সর্বশেষ বৃহস্পতিবার (০৩ ফেব্রুয়ারি) সকাল ৮টার মধ্যে হাসপাতালের করোনা ইউনিটে মোট পাঁচজন মারা যান। এদের মধ্যে করোনায় একজন এবং উপসর্গ নিয়ে চারজন মারা গেছেন।
শুক্রবার (৪ ফেব্রুয়ারি) সকালে জাগো নিউজের প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করেছেন রামেক পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণ কিংবা সংক্রমণের উপসর্গ নিয়ে কোনো রোগী মারা যাননি। তবে এদিন (০৪ ফেব্রুয়ারি) রোগী ভর্তি রয়েছে ৬২ জন। করোনা পজিটিভ নিয়ে ৩৭ জন, উপসর্গে ২৩ জন ও সন্দেহজনক রোগী ২ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১১ জন ও হাসপাতাল ছেড়েছেন ১৭ জন।
Advertisement
এদিকে রামেকের করোনা সংক্রমণের বিষয়ে প্রতিবেদনে উল্লেখ রয়েছে, দুই ল্যাবে মোট ৫৬১টি নমুনা পরীক্ষায় ২০৩ জন শনাক্ত হন। এর মধ্যে রামেক হাসপাতালের ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষায় ১০৩ জন শনাক্ত হন। অপরদিকে মেডিকেল কলেজ ল্যাবে মোট ৩৭৩টি নমুনা পরীক্ষায় ১০০ জন শনাক্ত হন।
মেডিকেল কলেজের ল্যাবে ৩৭৩ জনের মধ্যে রাজশাহীর ৩১২টি জনের নমুনা পরীক্ষায় ৮৭ জন শনাক্ত হন। অন্যদিকে জয়পুরহাটের ৮ জনের নমুনায় একজন, নাটোরের ৫২ জনের মধ্যে ১২ জন শনাক্ত হন। চাপাইনবাবগঞ্জের একজনের পরীক্ষায় করোনা নেগেটিভ আসে। রামেকের দুই ল্যাবের প্রতিবেদন অনুসারে রাজশাহীর মোট আক্রান্তের সংখ্যা ১৯০ জন।
এদিকে রামেকের করোনা পর্যালোচনায় শনাক্তের হার ৩৮ দশমিক ০০ শতাংশ। এর আগের দিন রাজশাহীতে শনাক্তের হার ছিল ৪১ দশমিক ৯১ শতাংশ।
ফয়সাল আহমেদ/এফএ/এমএস
Advertisement