জাতীয়

দাবি আদায়ে গার্মেন্টস শ্রমিকদের মানববন্ধন

গার্মেন্টস শ্রমিকদের মোট মজুরির ৫০ শতাংশ মহার্ঘ্যভাতা ও রেশনিং চালুর দাবি জানিয়েছে সমমনা গার্মেন্টস শ্রমিক সংগঠন সমূহ। একইসঙ্গে বাসস্থান, আইএলও কনভেনশন বিরোধী ওভারটাইম বৃদ্ধিকারী শ্রম মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন বাতিলসহ সোয়েটারে জেকার মেশিন স্থাপন বন্ধের দাবিও জানিয়েছে তারা। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এসব দাবি জানানো হয়।মানববন্ধনে বক্তারা বলেন, পে-কমিশন গেজেট প্রকাশ করা করেছেন, আমরা পে-কমিশন ঘোষণাকে স্বাগত জানাই। সরকারি কর্মচারিরা সর্বনিম্ন ৮ হাজার ২৫০ টাকা মজুরি ধরে বিগত ৫ মাসের বর্ধিত বকেয়া ২ কিস্তিতে নতুন বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে গ্রহণ করবেন। আর যে বাজারে সরকারি কর্মচারীরা বাজার করবেন, সে বাজারে তো গার্মেন্টস শ্রমিকরাও বাজার করবেন। তখন তাদের পরিস্থিতিটা কী হবে একবার ভেবে দেখুন? তারা আরো বলেন, গার্মেন্টস শ্রমিকরা অসচ্ছল জীবন যাত্রা শিল্পের জন্য ক্ষতিকর বটে। কারাখানার মাত্রাতিরিক্ত প্রোডাকশনের চাপে শ্রমিকরা স্বাস্থ্য ঝুঁকির সম্মুখিন হচ্ছে, সোয়েটারে কম্পিউটার মেশিনের ব্যবহারে বিপুল সংখ্যক শ্রমিক বেকার হচ্ছে। এমন কী সরকারের শ্রম মন্ত্রণালয়ও ৪ ঘণ্টা ওভারটাইম করানোর প্রজ্ঞাপন জারি করে মালিকদের স্বেচ্ছাচারিতার সুযোগ করে দিয়েছে।গণতান্ত্রিক গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি আলমগীর রনির সভাপতিত্বে মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন শ্রমিক নেতা তৌহিদুর রহমান, মাহতাব উদ্দিন শহীদ, আলী রেজা হায়দার প্রমুখ।এএস/আরএস/পিআর

Advertisement