দেশজুড়ে

রাঙ্গামাটির দুই ইউনিয়নে নির্বাচন স্থগিত

পার্বত্য জেলা রাঙ্গামাটির দুর্গম জুরাছড়ি উপজেলার দুই ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। নির্বাচন স্থগিত করা দুই ইউনিয়ন হচ্ছে মৈদুং ইউনিয়ন ও দুমদুম্যা ইউনিয়ন।

Advertisement

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে এক বার্তায় নির্বাচন স্থগিত করার বিষয়টি জানান জেলা নির্বাচন কর্মকর্তা মো. শফিকুর রহমান।

তিনি বলেন, জাতীয় নির্বাচন কমিশন থেকে পাঠানো একটা চিঠিতে জুরাছড়ি উপজেলার দুই ইউনিয়নে নির্বাচন স্থগিত করা হয়েছে। তবে কী কারণে নির্বাচন স্থগিত করা হয়েছে সে বিষয়টি আমি নিশ্চিত নই। অন্যান্য ইউনিয়ন পরিষদ নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে।

সপ্তম ধাপে আগামী ৭ ফেব্রুয়ারি রাঙ্গামাটির তিন উপজেলার ১৯ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

Advertisement

শংকর হোড়/এসআর/জেআইএম