খেলাধুলা

শেখ জামালের শুভ সূচনা

গাজীপুরের টঙ্গীতে যখন ম্যাচ হেরে রেফারির সঙ্গে বাদানুবাদে ব্যস্ত ছিলেন বসুন্ধরা কিংসের খেলোয়াড়রা ঠিক তখন মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ শহীদ মতিউর রহমান স্টেডিয়ামে বিজয়ের আনন্দ করছিলেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ফুটবলাররা।

Advertisement

বাংলাদেশ প্রিমিয়ার লিগে সর্বশেষ আসরের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানার্সআপ শেখ জামালের এবারের শুরুটা হলো দুইরকম। একেবারে উল্টো। চ্যাম্পিয়নরা শুরুর ম্যাচেই দেখলো হার, রানার্সআপরা হাসলো জয়ের হাসি।

কিংস যে ব্যবধানে হেরেছে, জামাল সেই ব্যবধানে জিতেছে (২-১) উত্তর বারিধারা ক্লাবের বিপক্ষে। সাবেক চ্যাম্পিয়ন জামাল তাদের শ্রেষ্ঠত্ব উদ্ধারের মিশন শুরু করলো জয় দিয়েই।

বসুন্ধরা কিংস ২ গোলে পিছিয়ে ১ গোল দিয়েছে। জামাল ২ গোলে এগিয়ে খেয়েছে এক গোল।

Advertisement

১২ মিনিটে গাম্বিয়ান সোলায়মান সিলার গোলে এগিয়ে যায় শেখ জামাল। বিরতির বাঁশির আগে ব্যবধান দ্বিগুণ করেন নাইজেরিয়ান ম্যাথু চিনেদু। ৬৮ মিনিটে পেনাল্টি থেকে উত্তর বারিধারার ব্যবধান কমিয়েছেন উজবেকিস্তানের মিডফিল্ডার কোচনেভ।

আরআই/আইএইচএস/