তথ্যপ্রযুক্তি

মেলার বিশেষ আকর্ষণ ‘আসুস জেনফোন’

গ্রামীণফোন স্মাটফোন ও ট্যাব মেলায় এবার বিশেষ আকর্ষণ হিসেবে পরিচিত হয়েছে ‘আসুস জেনফোন’। মেলায়  আগত দশনার্থীদের চাহিদার দিকে লক্ষ্য রেখে গ্লোবাল ব্র্যান্ড বৃহষ্পতিবার শুরু হওয়া মেলায় আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে আসুস জেনফোনের বিক্রয় শুরু করেছে।বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র মেলায় আসুস জেনফোনের নিজস্ব প্যাভিলিয়নে দশনার্থীদের জন্য জেনফোনের ছয়টি মডেল রয়েছে। এগুলো হলো- জেনফোন-২, জেনফোন-২ ডিলাক্স, জেনফোন সেলফি এবং জেনফোন-২ লেজার-এর তিনটি মডেল। এছাড়াও গ্রাহকরা পাচ্ছেন ১ বছর ওয়ারেন্টিসহ সার্ভিসিং সুবিধা।এ বিষয়ে গ্লোবাল ব্র্যান্ডের মুখপাত্র নুসরাত জাহান মৌরী জাগো নিউজকে জানান, সারা বাংলাদেশের গ্লোবাল ব্র্যান্ডের ১৮টি আউটলেটে সার্ভিসিংয়ের সুবিধা পাবেন গ্রাহকরা, যা পরবর্তিতে আরো বড় পরিসরে বাড়ানো হবে।জেনফোন ২ (ZE551ML) : কোয়াডকোর প্রসেসর সমৃদ্ধ এই মডেলটিতে রয়েছে ৪ জিবি র্যাম, ৩০০০ মিলি অ্যাম্পিয়ার বুস্টমাস্টার ফাস্ট চার্জিং ব্যাটারি, ৩২ জিবি স্টোরেজ, ১৩ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা, ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ৫.৫ ইঞ্চি ডিসপ্লে। এক বছর ওয়ারেন্টিসহ মডেলটির মূল্য নির্ধারণ করা হয়েছে ২৫ হাজার টাকা।জেনফোন ২ লেজার (ZE500KG) : কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রোসেসর সমৃদ্ধ এই মডেলটিতে রয়েছে ২ জিবি র্যাম, ২০৭০ মিলি অ্যাম্পিয়ার প্রিসমেটিক বুস্টমাস্টার ফাস্ট চার্জিং ব্যাটারি, ১৬ জিবি স্টোরেজ, ৮ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা, ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ৫ ইঞ্চি ডিসপ্লে। এক বছর ওয়ারেন্টিসহ মডেলটির মূল্য নির্ধারণ করা হয়েছে ১২ হাজার ৫শ’ টাকা। জেনফোন ২ লেজার (ZE550KL): কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রোসেসর সমৃদ্ধ এই মডেলটিতে রয়েছে ৩ জিবি র্যাম, ৩০০০ মিলি অ্যাম্পিয়ার বুস্টমাস্টার ফাস্ট চার্জিং ব্যাটারি, ৩২ জিবি স্টোরেজ, ১৩ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা, ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং ৫.৫ ইঞ্চি ডিসপ্লে। এক বছর ওয়ারেন্টিসহ মডেলটির মূল্য নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার টাকা। জেনফোন সেলফি : কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রোসেসর সমৃদ্ধ এই মডেলটিতে রয়েছে ৩ জিবি র্যাম, ৩০০০ মিলি অ্যাম্পিয়ার লিথিয়াম বুস্টমাস্টার ফাস্ট চার্জিং ব্যাটারি, ১৬ জিবি স্টোরেজ, ১৩ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা, ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ৫.৫ ইঞ্চি ডিসপ্লে। এক বছর ওয়ারেন্টিসহ মডেলটির মূল্য নির্ধারণ করা হয়েছে ২২ হাজার টাকা। এছাড়া জেনফোন ২ ডিলাক্স এর মূল্য নির্ধারণ করা হয়েছে ৪০ হাজার টাকা।আরএম/আরএস/পিআর

Advertisement