ক্ষমতাসীন আওয়ামী লীগের কর্মীরা লুটতরাজ ছাড়া কিছুই ভাবতে পারছে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।
Advertisement
বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বনানী কার্যালয় মিলনায়তনে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
জাতীয় পার্টির মহাসচিব বলেন, মানুষ মাটির নিচ দিয়ে রেললাইন আর আসমান দিয়ে সড়কপথ দেখতে চায় না। দেশের মানুষ চায় প্রতিটি জেলা ও উপজেলা শহরে বিশেষায়িত হাসপাতাল, যেখানে তারা বিনামূল্যে সব চিকিৎসা পাবে।
চুন্নু বলেন, আওয়ামী লীগ কর্মীরা এমনভাবে লুটপাট করছে যাতে আগামী ২০-৩০ বছরে তাদের আর অভাব হবে না। আওয়ামী লীগ কর্মীরা লুটতরাজ ছাড়া কিছুই ভাবতে পারছে না। বিএনপিও লুটতরাজ করে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিএনপি শুধু মুক্তি চাই, মুক্তি চাই বলে চিৎকার করছে। কিন্তু দেশের মানুষের দুর্দশার কথা এই দুটি দল ভাবছে না। সংসার চালাতে সাধারণ মানুষ হিমশিম খাচ্ছে। মানুষের কাজ নেই, ঘরে ঘরে কয়েক কোটি বেকার দুর্বিষহ জীবনযাপন করছে।
Advertisement
জাপা কোনো জোট নিয়ে ভাবছে না জানিয়ে চুন্নু বলেন, আগামী জাতীয় নির্বাচনের জন্য ৩০০ আসনেই প্রার্থিতা চূড়ান্ত করার কাজ করছে আমাদের দল। জাতীয় পার্টি ৩০০ আসনেই প্রার্থী দিয়ে নির্বাচন করবে। দেশ ও দেশের মানুষের ভাগ্যের ইতিবাচক পরিবর্তন করতেই জাতীয় পার্টির রাজনীতি।
আগামী নির্বাচনের আগে দলকে আরও শক্তিশালী করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান জাপা মহাসচিব।
এদিন ফেনী জেলা জাপা নেতাদের সঙ্গে মতবিনিময় করেন দলটির শীর্ষ নেতারা। জাপার প্রেসিডিয়াম সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী এতে সভাপতিত্বে করেন।
তিনি বলেন, দেশের মানুষ জাতীয় পার্টিকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়। দেশের মানুষ আওয়ামী লীগ ও বিএনপির ওপর থেকে আস্থা হারিয়ে ফেলেছে। তারা আগামী নির্বাচনে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের লাঙ্গলে ভোট দিতে অপেক্ষা করছেন।
Advertisement
এসএম/এমআরআর/জেআইএম