দেশজুড়ে

নেত্রকোনায় নির্বাচনী বিরোধের জেরে গৃহবধূকে হত্যার অভিযোগ

নেত্রকোনার খালিয়াজুরীতে নির্বাচনী বিরোধের জেরে মারিয়া আক্তার (১৯) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে।

Advertisement

বুধবার (২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে শোবার ঘরের বিছানা থেকে তার মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।

স্থানীয়রা জানান, মারিয়ার শাশুড়ি সাজুবান বেগম ও তার ভাবি আফিয়া আক্তার সদ্য সমাপ্ত ইউনিয়ন পরিষদ নির্বাচনে খালিয়াজুরী সদর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করেন। কিন্তু দুজনই পরাজিত হন। নির্বাচনকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।

মারিয়ার ভাই রুবেল মিয়া সাংবাদিকদের বলেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে তারা আমাদেরকে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছিলেন। এমনকি আমার বোনকেও অত্যাচার-নির্যাতন করছিলেন। আমাদের ধারণা, মারিয়াকে হত্যা করে তারা ঘুমন্ত অবস্থায় মারা গেছে বলে প্রচার করেন।’

Advertisement

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, ‘বিষয়টি সন্দেহজনক হওয়ায় মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। এছাড়া এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট প্রাপ্তির পর পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এইচ এম কামাল/আরএইচ/এএসএম