বান্দরবানের আলীকদমে অগ্নিদগ্ধ হয়ে আদিবাসী দুই যুবকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় মেনরাই ম্রো নামে একজন আহত হয়েছেন।
Advertisement
মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) দিনগত রাত ২টায় আলীকদম উপজেলার ৭নং ওয়ার্ড কলার ঝিরি লাংড়ি মুরুং পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রেংনং ম্রো (৩৬) ও রিংরাও ম্রো (৩২)। তারা উভয়ই আলীকদম উপজেলার ৭নং ওয়ার্ড কলার ঝিরি লাংড়ি মুরুং পাড়ার বাসিন্দা।
নিহত রিংরাও ম্রোর ভাই প্রেনচুন ম্রো জানান, নিহতরা মদ্যপ অবস্থায় মেনরাই ম্রো'র ঘরে ঘুমান। পরে মধ্যরাতে আগুন লেগে ঘরসহ রেংনং ম্রো ও ও রিংরাও ম্রো পুড়ে মারা যান। কুপি বাতির আগুন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।
Advertisement
আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দীন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মদপান করে ঘুমিয়েছিলেন তারা। এ অবস্থায় কুপি বাতি থেকে ঘরে আগুন লাগলে অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলে রেংনং ম্রো ও রিংরাও ম্রো মারা যান। তবে মেনরাই ম্রো নামে একজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
এফএ/জেআইএম