দিনাজপুরের বিরামপুর উপজেলায় কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। নিহতরা সবাই প্রাইভেটকারের যাত্রী।
Advertisement
বুধবার সকাল ৭টার দিকে বিরামপুর উপজেলার ঘোড়াঘাট রেলঘুন্টি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৭টায় একটি প্রাইভেটকারে (ঢাকা মেট্রো ক-১১-২৩৩২) ৪ জন জেলার জয়পুরহাট ড্রাইভিং লাইসেন্সের জন্য যাচ্ছিলো। ঘন কুয়াশায় দেখতে না পেয়ে কারের চালক রেলক্রসিংয়ের ওপর গাড়িটি তুলে দেন। এ সময় ঢাকা থেকে কুড়িগ্রামের উদ্দেশে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি প্রাইভেটকারটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিন নিহত হন।
Advertisement
তবে গেটকিপার সাইফুজ্জামান বলেন, রেললাইনের গেটটির কাজ চলছিল। তাই ট্রেন আসার সময় রশি দিয়ে গেট বন্ধ করা হয়েছিল। কিন্তু প্রাইভেটকারের চালক সেটি না দেখে রেললাইনের ওপর প্রাইভেটকার উঠিয়ে দেন।
মাহাবুব/এফএ/জেআইএম