তথ্যপ্রযুক্তি

লুমিয়া ৫৫০ স্মার্টফোন এখন দেশের বাজারে

২০১৬ মাইক্রোসফট বাংলাদেশে লুমিয়া ৫৫০ স্মার্টফোন বাজারজাতকরণের ঘোষণা দিয়েছে। হ্যান্ডসেটটি এখন দেশের বাজারে মাত্র ১২ হাজার টাকায় পাওয়া যাচ্ছে। লুমিয়া পরিবারের নতুন এই পণ্যটি হচ্ছে মাইক্রোসফটের সবচেয়ে সাশ্রয়ী দামের উইন্ডোজ টেন সমৃদ্ধ ফোরজি এলটিই (লং-টার্ম ইভল্যুশন্) স্মার্টফোন। এই হ্যান্ডসেটে আছে ৪.৭ ইঞ্চি এইচডি প্রিমিয়াম ডিসপ্লে, যাতে রয়েছে সিগনেচার মাইক্রোসফট অ্যাপস ও সার্ভিসসমূহ রয়েছে, যেমন- মাইক্রোসফট অফিস (ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট), কোর্টানা, ওয়ানড্রাইভ, আউটলুক মেইল, আউটলুক ক্যালেন্ডার ইত্যাদি সব প্রয়োজনীয় সুবিধা।নতুন এই লুমিয়া স্মার্টফোনের অপারেটিং সিস্টেম হলো উইন্ডোজ টেন, যাতে রয়েছে মাইক্রোসফট অফিস অ্যাপস। ভোক্তাদের প্রয়োজন ও চাহিদার কথা বিবেচনা করে এই সেটের স্ক্রিন বা পর্দা তৈরি করা হয়েছে, যেখানে আছে ওয়ানড্রাইভ ক্লাউড স্টোরেজ। ফলে ব্যবহাকারীরা চলার পথে বা ব্যস্ততার মধ্যেও ডকুমেন্ট দেখার পাশাপাশি প্রস্তুত ও এডিট করতে পারবেন।এই সেটের প্রিমিয়াম ৪.৭ ইঞ্চি এইচডি ডিসপ্লেতে উজ্জ্বল সূর্যালোকের মধ্যেও কোনো ডকুমেন্ট পড়া বা লেখা এবং ছবি ও ভিডিও দেখা যাবে।লুমিয়া ৫৫০ হ্যান্ডসেট কিনলে ‘কোর্টানা’ সফটওয়্যার জীবনধারাই পাল্টে দেবে। কারণ এই সফটওয়্যারটি পারসনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে অনেক কাজ করে দেবে। ফলে গ্রাহকরা এই উইন্ডোজ টেন ডিভাইসে ই-মেইল প্রেরণ, পরবর্তী ঘটনা বা অনুষ্ঠানের কথা টুকে রাখা এবং রিমাইন্ডার দিয়ে রাখার ক্ষেত্রে আরো বেশি সৃজনশীল ও সুসংগঠিত হয়ে উঠবেন।এলটিই ফোরজি (ফোর্থ জেনারেশন বা চতুর্থ প্রজন্ম) হ্যান্ডসেট লুমিয়া ৫৫০ কিনে সুপারফাস্ট বা অত্যন্ত দ্রুত গতিসম্পন্ন ইন্টারনেট ব্যবহারের সুযোগ নিতে পারেন। গতি নিশ্চিত করতে এই সেটে রয়েছে শক্তিশালী কুয়ালকম ন্যাপড্রাগন (Snapdragon) কুয়াড কোর প্রসেসর ও ১ জিবি (গিগা বাইট) র্যাম।হ্যান্ডসেটটিতে গ্রাহকরা দৈনিক ১৪ ঘণ্টা টক টাইম পাবেন। আর স্ট্যান্ডবাই টাইম হলো ২৮ দিন। কারণ এই সেটে ব্যবহৃত ২১০০ এমএএইচ (২১০০ সঅয) ব্যাটারি দেবে দীর্ঘস্থায়িত্বের নিশ্চয়তা।মাইক্রোসফট মোবাইল ডিভাইসেস সেলসের (এমএমডিএস) এমার্জিং এশিয়া মার্কেটের জেনারেল ম্যানেজার সন্দ্বীপ গুপ্ত বলেন, ‘জনগণ সেই সব ডিভাইসেই বেশি আগ্রহী হয় যেগুলোতে দ্রুততর গতিতে কাজ করা যায়, তাদের প্রয়োজনীয় সবকিছুই তৈরি অবস্থায় থাকে এবং তা অনায়াশেই ব্যবহার করা যায়।’বাংলাদেশে মাইক্রোসফট মোবাইল ডিভাইসেসের অনুমোদিত ডিস্ট্রিবিউটর বা পরিবেশক সেলুলার মোবাইল প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রাকিবুল কবীর বলেন, সাশ্রয়ী দামে অধিকতর কর্মক্ষম ডিভাইসের চাহিদা দিনদিন বাড়ছে। সেটি মেটানোর মতোই দুর্দান্ত এক স্মার্টফোন হলো উইন্ডোজ টেন অপারেটিং সিস্টেম সংবলিত লুমিয়া ৫৫০। জনগণ যখন যেখানেই থাকুন না কেনো স্মার্টফোনে যেসব ফিচার বা সুযোগ-সুবিধা তারা চান এবং সৃজনশীল হয়ে উঠতে যা কিছু তাদের প্রয়োজন রয়েছে তার সবই আছে লুমিয়া ৫৫০ ডিভাইসে।এসএইচএস/এমএস

Advertisement