খেলাধুলা

জিদানের পাশে রিয়াল ভক্ত নাদাল

রিয়াল মাদ্রিদের একনিষ্ঠ ভক্ত রাফায়েল নাদাল সরাসরি এসে দাঁড়ালেন জিনেদিন জিদানের পাশে। তিনি মনে করছেন, ক্লাবের কোচ হিসেবে জিনেদিন জিদানকে নিয়োগ করা সঠিক সিদ্ধান্ত। দোহায় কাতার ওপেন খেলার ফাঁকে রিয়াল মাদ্রিদের কোচ বদল নিয়ে নাদালের মন্তব্য, ‘জিদান খেলাধুলার ইতিহাসে জায়গা পেয়েছেন, ফুটবলের ইতিহাসে জায়গা পেয়েছেন এবং রিয়াল মাদ্রিদের ইতিহাসেও জায়গা পেয়েছেন। আমি তাকে ভালোভাবে চিনি। উনি খুবই ভালো এবং বিনয়ী মানুষ। আমার মনে হয়, তার যেখানে থাকার কথা, সেখানেই আছেন।’নাদালের বিশ্লেষণ, ‘জিদান কত বড় মাপের ফুটবলার ছিলেন, তা সবাই জানে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ক্লাবের বেঞ্চে বসে ক্লাব পরিচালনার জন্য তার মতো কাউকে দরকার ছিল। আমি তার জন্য খুব খুশি। তাকে শুভেচ্ছা জানাচ্ছি।’  শুধু নাদাল নন, জিদানের পাশে দাঁড়ালেন লিভারপুলের কিংবদন্তি কোচ জেরার হুলিয়ের। সিডনিতে তিনি বলেছেন, ‘জিদান যে রাস্তায় কোচ হওয়ার পথে গিয়েছে, তা দারুণ ব্যাপার। আস্তে আস্তে সফল হতে চেয়েছে। সে সফল হবেই।’ এদিকে জিদানকে প্রশংসায় ভরিয়ে দিলেও সাবেক কোচ বেনিতেজের জন্য খারাপ লাগছে নাদালের। তার কথায় , ‘উনি যেমনটা চেয়েছিলেন, তেমন সাফল্য না পাওয়ায় আমার খারাপ লাগছে। তার পক্ষে এখন অন্য কোথাও নতুন কোনও কাজে যোগ দেওয়া কঠিন। তাই তার জন্য কষ্টই হচ্ছে। তবে, রিয়ালের কথা ভাবলে এটাও মনে হয় ক্লাবে বদলের দরকার ছিল। তাই সে দিক থেকে বিচার করলে জিদান ক্লাবের জন্য এই মুহূর্তে সঠিক লোক।’ ব্রিটিশ ট্যাবলয়েডের খবর, জিদান এলেও রোনালদো আগামীবার রিয়াল ছাড়ছেনই। আগে থেকেই ঠিক করা আছে। পিএসজি এবং ম্যানচেস্টার ইউনাইটেডের মধ্যে ফরাসি ক্লাবই এগিয়ে তাকে পাওয়ার ব্যাপারে। রিয়ালে জনপ্রিয়তায় এখন এক নম্বরে উঠে এসেছেন জিদান। প্রশ্ন, তিনি রোনালদোকে ধরে রাখতে পারেন কি না।আইএইচএস/এমএস

Advertisement