বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজার সেক্টরের তিনদিন ব্যাপী আন্তঃব্যাটালিয়ন অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম ৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন। বৃহস্পতিবার প্রতিযোগিতার শেষ দিনের খেলা অনুষ্ঠিত হয়। স্বাগতিক কক্সবাজার ১৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন রানারআপ হয়েছে।গত মঙ্গলবার শুরু হওয়া এ প্রতিযোগিতায় মোট পাঁচটি দল অংশগ্রহণ করে। অপর দলগুলো হচ্ছে সেক্টরের অধীনস্থ টেকনাফ ২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, নাইক্ষংছড়ি ৩১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন ও রামু ৫০ বর্ডার গার্ড ব্যাটালিয়ন।প্রতিযোগিতায় সেরা ক্রীড়া নৈপূণ্য প্রদর্শন করে ১৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (নম্বর-৭৩৮৬৪) অবৈতনিক ল্যান্স নায়েক মোঃ নাহিদুজ্জামান সেরা অ্যাথলেট নির্বাচিত হন। নবীন খেলোয়াড়দের মধ্যে ৩১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (নম্বর-৮৩৭৬২) সিপাহী দেবাশীষ মন্ডল সেরা অ্যাথলেট হওয়ার গৌরব অর্জন করেন।বিজয়ী দল ও শ্রেষ্ঠ খেলোয়াড়দের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন কক্সবাজার সেক্টর’র ভারপ্রাপ্ত কমান্ডার, নাইক্ষংছড়ি ৩১ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল হাসান মোরশেদ। এছাড়াও কক্সবাজার ১৭ ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্ণেল ইমরান উল্লাহ সরকার, সেক্টর সদর দপ্তরের অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর মুহাম্মদ আমিনুল ইসলাম, অফিসারর্স, জুনিয়র কর্মকর্তা ও অন্যান্য সদস্যরা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।প্রধান অতিথি বলেন, ‘বিজিবির ক্রীড়া নৈপূণ্য উত্তরোত্তর বৃদ্ধির জন্য এ ধরণের প্রতিযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা পুরস্কার পেয়ে গৌরবান্বিত হয়েছেন তাদের দেখে অন্যরা অনুপ্রাণিত হবেন’আরটি/এমএস
Advertisement