ভারতের ২০২২-২৩ অর্থবছরের বাজেট ঘোষণা চলছে। বাজেটে একাধিক ক্ষেত্রে আমদানি শুল্ক হ্রাসের ঘোষণা দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। ফলে কিছু জিনিসের দাম বাড়তে চলেছে, আবার অনেক কিছুরই দাম কমতে যাচ্ছে।
Advertisement
বৈদ্যুতিক সরঞ্জাম, গহনা এবং রাসায়নিক ক্ষেত্রে আমদানি শুল্কে ছাড় দেওয়া হচ্ছে। কাটিং এবং পলিশ করা বিভিন্ন রত্ন এবং হীরার ওপর আমদানি শুল্ক কমিয়ে পাঁচ শতাংশ করা হয়েছে। এই খাতকে উৎসাহিত করতে হীরার ওপর আমদানি শুল্ক শূন্যে নামিয়ে আনার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
বর্তমানে কাটিং এবং পলিশ করা হীরা এবং অন্যান্য রত্ন আমদানিতে সাড়ে ৭ শতাংশ শুল্ক গুণতে হচ্ছে। নতুন বাজেট অনুযায়ী, তা আড়াই শতাংশ কমিয়ে পাঁচ শতাংশ করা হবে। অপরদিকে, ইমিটেশন গহনার দিকে ঝোঁক কমাতে এতে আমদানি শুল্ক বাড়ানো হচ্ছে।
বাজেট ঘোষণার শুরুতে ভারতীয় অর্থমন্ত্রী মহামারিতে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানান। এরপর তিনি বলেন, চলতি অর্থবছরের বাজেট হবে ভারতের আগামী ২৫ বছরের ব্লুপ্রিন্ট।
Advertisement
সীতারমন জানান, ভারতের এবারের বাজেটে প্রধানমন্ত্রী গতিশক্তি, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, উৎপাদনশীলতা বাড়ানো, সৌরশক্তি, জ্বালানি রূপান্তর, জলবায়ু কার্যক্রম ও বিনিয়োগ অর্থায়নে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
প্রধানমন্ত্রী গতিশক্তি কর্মসূচির অধীনে সড়ক, রেলওয়ে, বিমানবন্দর, বন্দর, গণপরিবহন ও জলপথের উন্নয়ন করা হবে।
২০২২-২৩ অর্থবছরে দেশটির মহাসড়ক নেটওয়ার্ক আরও ২৫ হাজার কিলোমিটার বাড়ানো হবে। স্থানীয় ব্যবসা ও সরবরাহ ব্যবস্থার সুবিধার্থে ‘ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট’ চালু করা হচ্ছে। দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে মাল্টিমোডাল পরিবহন ব্যবস্থা চালু হবে।
টিটিএন/এমএস
Advertisement