বর্তমান বিশ্বের অন্যতম জনপ্রিয় খেলা টেনিস। সে তুলনায় বাংলাদেশে এ খেলাটি তেমন জনপ্রিয় হয়ে ওঠেনি। তবে খেলাটির আগ্রহ বাড়াতে প্রশিক্ষনের ব্যবস্থা গ্রহন করেছে বাংলাদেশ টেনিস ফেডারেশন। রমনাস্থ জাতীয় টেনিস কমপ্লেক্সে আগামী ১৫ জানুয়ারী থেকে ২৯ জানুয়ারী পর্যন্ত ১৫ দিন ব্যাপী শীতকালীন শিক্ষানবিশ টেনিস প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হবে।১ম থেকে ৮ম শ্রেণী পর্যন্ত যে কোন স্কুলের ছাত্র-ছাত্রীগন প্রশিক্ষণ ক্যাম্পে অংশগ্রহন করতে পারবেন। আগ্রহী ছাত্র-ছাত্রীদের ৮ জানুয়ারি (শুক্রবার) থেকে ১৪ জানুয়ারীর মধ্যে পর্যন্ত রমনাস্থ জাতীয় টেনিস কমপ্লেক্সে নাম রেজিস্ট্রেশন করতে হবে। প্রতিদিন বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত রেজিস্ট্রেশন কার্যক্রম চলবে। আর এই রেজিস্ট্রেশন করতে হলে ২০০ টাকা প্রদান করে ফরম নিতে হবে।আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের সর্টিফাইড লেভেল-২ প্রশিক্ষক ও বিকেএসপির চীফ কোচ রোকন উদ্দিন আহমেদের তত্বাবধানে এ প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হবে। প্রশিক্ষণ কার্যক্রমও প্রতিদিন বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত জাতীয় টেনিস কমপ্লেক্সে পরিচালনা করা হবে। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মধ্যে টেনিস ফেডারেশন কর্তৃক সদনপত্র প্রদান করা হবে।আরটি/আইএইচএস/এমএস
Advertisement