আন্তর্জাতিক

ভারতের বাজেট ইতিহাসের চমকপ্রদ কিছু তথ্য

কিছুক্ষণের মধ্যে ঘোষণা হতে চলেছে ভারতের ২০২২-২৩ অর্থবছরের বাজেট। বাংলাদেশ সময় ১ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১টার দিকে ভারতের পার্লামেন্টে এ বাজেট পেশ করবেন দেশটির কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। দেশটির পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে এই কেন্দ্রীয় বাজেট বিভিন্ন দিক থেকে গুরুত্বপূর্ণ। তাছাড়া, এশিয়ার তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশটি করোনাভাইরাস মহামারির আঘাত সামলাতে কী ধরনের পদক্ষেপ নেয় তা দেখতে আগ্রহী গোটা বিশ্ব।

Advertisement

ভারতের বাজেট অধিবেশনের ইতিহাসে বেশ কয়েকটি বিষয় আলাদাভাবে নজর কেড়েছে। নতুন বাজেট ঘোষণার আগে একনজরে দেখে নেওয়া যাক তেমন কিছু ঘটনা-

১. ভারতের প্রথম বাজেট: দেশটির প্রথম বাজেট ঘোষণা হয় ১৮৬০ সালের ৭ এপ্রিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানির স্কটিশ অর্থনীতিবিদ জেম উইলসন এ বাজেট পেশ করেছিলেন। বাজেটটি তুলে দেওয়া হয় ব্রিটিশ প্রশাসনের হাতে। স্বাধীন ভারতের ইতিহাসে প্রথম বাজেট পেশ হয় ১৯৪৭ সালের ২৬ নভম্বর। এটি উপস্থাপন করেন কেন্দ্রীয় মন্ত্রী আর কে শনমুখম চেট্টি।

২. দীর্ঘতম ভাষণ: বাজেট অধিবেশনে দীর্ঘতম ভাষণ ছিল ২ ঘণ্টা ৪২ মিনিটের। ২০২০ সালে এ রেকর্ড গড়েন নির্মলা সীতারমন। এরপরও বাজেটের দুটি পৃষ্ঠা পড়া বাকি ছিল। এ ঘটনার মধ্য দিয়ে তিনি ২০১৯ সালে নিজের গড়া রেকর্ড ভাঙেন।

Advertisement

৩. সবচেয়ে বেশি শব্দ: ১৯৯১ সালে ১৮ হাজার ৬৫০ শব্দ নিয়ে সবচেয়ে বেশি শব্দ সম্বলিত বাজেট পেশ করেন মনমোহন সিং। সেসময় তিনি নরসিমহা রাও সরকারের অধীনে কেন্দ্রীয় অর্থমন্ত্রী ছিলেন। মনমোহনের বাজেট ভাষণ ছিল ১ ঘণ্টা ৪৯ মিনিটের।

৪. সবচেয়ে ছোট বাজেট ভাষণ: ১৯৭৭ সালে হিরুভাই মুল্লজিভাই প্যাটেল সবচেয়ে ছোট বাজেট ভাষণ দিয়েছিলেন। তার বাজেটে শব্দ ছিল মাত্র ৮০০টি।

৫. সবচেয়ে বেশি বাজেট পেশ: ভারতের ইতিহাসে সবচেয়ে বেশি বাজেট পেশ করেছেন মোরারজি দেশাই। তিনি ১৯৬২ থেকে ১৯৬৯ সালের মধ্যে ১০টি বাজেট পেশ করেন। তারপর পি চিদাম্বরম নয়টি, প্রণব মুখার্জী আটটি, যশবন্ত সিনহা আটটি, মনমোহন সিং ছয়টি বাজেট পেশ করেছেন।

৬. সময়: ১৯৯৯ সাল পর্যন্ত ফেব্রুয়ারি মাসের শেষ কর্মদিবসে বিকেল ৫টায় বাজেট ঘোষণার নিয়ম ছিল। সেই ব্রিটিশ আমলে শুরু হয়েছিল এই রীতি। এরপর যশবন্ত সিনহা তা পরিবর্তন করে বেলা ১১টা থেকে বাজেট পেশের রীতি চালু করেন। ২০১৭ সালে ফেব্রুয়ারি মাসের ১ তারিখে বাজেট পেশের রীতি শুরু করেন অরুণ জেটলি।

Advertisement

৭. ভাষা: ১৯৫৫ সাল পর্যন্ত ভারতে শুধু ইংরেজি ভাষায় বাজেট পেশ করা হতো। পরে কংগ্রেস সরকার তা পরিবর্তন করে ইংরেজি ও হিন্দিতে বাজেট প্রকাশ শুরু করে।

৮. কাগজবিহীন বাজেট: ২০২১ সালে করোনাভাইরাস মহামারির মধ্যে ভারতে প্রথমবার কাগজবিহীন বাজেট পেশ হয়। ব্রিটিশদের চালু করা প্রথা ভেঙে প্রথমবারের মতো ট্যাব ব্যবহার করে বাজেট ঘোষণা করেন নির্মলা সীতারমন।

৯. বাজেট ও নারী মন্ত্রী: ভারতের প্রথম নারী অর্থমন্ত্রী হিসেবে ১৯৭০-৭১ সালে বাজেট পেশ করেন ইন্দিরা গান্ধী। এরপর ২০১৯ সালে দেশটির দ্বিতীয় নারী অর্থমন্ত্রী হিসেবে বাজেট পেশ করেন নির্মলা সীতারমন।

১০. রেলবাজেট: ২০১৭ সালের পর থেকে আলাদা করে রেল বাজেট ঘোষণার রীতি উঠে যায়। ৯২ বছরের প্রচলিত প্রথা থেকে বেরিয়ে আসে ভারত।

১১. প্রিন্ট: ১৯৫০ সালে বাজেট ফাঁস হওয়ার পর থেকে দিল্লির মিন্টো রোডে বাজেট প্রিন্ট করার রীতি চালু হয়। ১৯৮০ সালে সরকারি প্রেস তৈরি হয় নর্থ ব্লকে। তারপর থেকে সেখানেই বাজেট প্রিন্ট হয়।

সূত্র: হিন্দুস্তান টাইমস

কেএএ/জেআইএম