আইন-আদালত

যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলেন বিচারপতি শাহিনুর ইসলাম

করোনামুক্ত হয়ে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলাম। সোমবার (৩১ জানুয়ারি) বিকেলে এমিরেটসের এক ফ্লাইটে তিনি দেশে ফেরেন। যুক্তরাষ্ট্রে তিনি ছেলের কাছে অবকাশযাপনে গিয়েছিলেন এবং সেখানেই করোনা আক্রান্ত হন।

Advertisement

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার তাপস কান্তি বল।

তিনি জানান, গত ১৭ ডিসেম্বর যুক্তরাষ্ট্র যান বিচারপতি মো. শাহিনুর ইসলাম। সেখানে বড় ছেলের কাছে অবকাশযাপনে গিয়ে করোনা আক্রান্ত হন। প্রথমে তার ছেলের করোনা পজিটিভ রিপোর্ট আসে। পরে গত ৭ জানুয়ারি তারও করোনা পজিটিভ রিপোর্ট আসে।

এরপর বিচারপতির স্ত্রীরও করোনা আক্রান্ত হন। তারা চিকিৎসা শেষে পুরোপুরি সুস্থ হয়ে দেশে ফিরছেন।

Advertisement

২০১৭ সালের ১১ অক্টোবর থেকে বিচারপতি মো. শাহিনুর ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের বিচারে ২০১০ সালের ২৫ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়।

ট্রাইব্যুনালের অপর সদস্য বিচারপতি আবু আহমেদ জমাদারও করোনায় আক্রান্ত ছিলেন। তিনি হাসপতালে ভর্তি হয়ে চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন। পুরোপুরি সুস্থ হয়ে ওঠার পর তিনি আরেক সদস্য বিচারপতি কেএম হাফিজুল আলমকে নিয়ে বিচারিক কাজে অংশগ্রহণ করছেন।

এফএইচ/এমএইচআর/জিকেএস

Advertisement