দেশজুড়ে

করোনায় আক্রান্ত শাজাহান খান

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান। বর্তমানে তিনি চিকিৎসকের পরামর্শে মাদারীপুরে নিজ বাসভবনে আইসোলেশনে রয়েছেন।

Advertisement

এর আগে গত দুদিন ধরে ঠান্ডাজনিত সমস্যা দেখা দেয় মাদারীপুর-২ আসনের এই সংসদ সদস্যের। পরে শনিবার জেলা স্বাস্থ্য বিভাগের লোকজন তার বাসভবনে গিয়ে করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে। অ্যান্টিজেন পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়।

মাদারীপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. ইকরাম হোসেন বলেন, শাজাহান খানকে ১০ দিন আইসোলশনে থাকতে বলা হয়েছে। তার শারীরিক অবস্থা বেশ ভালো।

এ কেএম নাসিরুল হক/জেডএইচ/

Advertisement