জাতীয়

রাবার রফতানির ওপর ভ্যাট কমানোর তাগিদ সংসদীয় কমিটির

দেশে ৫ হাজার মেট্রিকটন রাবার মজুদ থাকলেও তা রফতানি করা সম্ভব না হওয়ায় রাবার রফতানির ওপর ভ্যাট কমানো অথবা মওকুফের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। পাশাপাশি রাবার আমদানিতে বাংলাদেশ রাবার বোর্ডের অনুমোদনসহ কর বৃদ্ধির সুপারিশ করা হয়। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১৮তম বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি মোহাম্মদ হাছান মাহমুদের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, নবী নেওয়াজ, মোহা. গোলাম রাব্বানী, মো. ইয়াহ্ইয়া চৌধুরী, টিপু সুলতান এবং মো. ইয়াসিন আলী অংশ নেন। বিভিন্ন জায়গায় বিশেষতঃ গাজীপুর, কক্সবাজারে বন বিভাগের জমি অবৈধ দখল সংক্রান্ত এবং রাবার বোর্ড সম্পর্কে বিস্তারিত  আলোচনা করা হয় বৈঠকে।গাজীপুরে যে সকল জমি দরিদ্র মানুষেরা দখল করে আছে তাদের সামাজিক বনায়নের আওতায় নিয়ে এসে পুনর্বাসন করার সুপারিশ করা হয়।  যে সকল বিত্তশালী ও প্রভাবশালী অবৈধভাবে সরকারি জমি দখল করে আছে তাদের নিকট হতে জমি দখলের সুপারিশ করা হয়।বন বিভাগের যতগুলো রেস্টহাউজ আছে সেগুলো ওয়েবসাইটে তুলে ধরা এবং জনসাধারণের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করাসহ রেস্টহাউজগুলোতে সরকারি কর্মকর্তাদের একোমোডেট করার পরে অতিরিক্ত কক্ষ জনসাধারণের নিকট ভাড়া প্রদান করার বিষয়ে সুপারিশ করা হয়।           এছাড়া রাবার বোর্ডের অর্গানোগ্রাম সরকার কর্তৃক অনুমোদন এবং রাউজানে কর্ণফুলীর ওপারে যে সমস্ত পাহাড়ে গাছপালা নেই  (ন্যাড়া পাহাড়) যে সব পাহাড়ে রাবার উৎপাদনের বিষয়ে মন্ত্রণালয়কে পরামর্শ প্রদান করা হয়। বৈঠকে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব, পরিবেশ অধিদফতরের মহাপরিচালক, প্রধান বন সংরক্ষকসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এইচএস/একে/এমএস

Advertisement