দেশজুড়ে

করোনা: যশোরে আরও দুজনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় যশোর জেনারেল হাসপাতালে করোনায় একজন ও উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যু হয়েছে।

Advertisement

সোমবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আখতারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘এ সময়ে ৩১৭ জনের নমুনা পরীক্ষা করে ১১৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩৬ দশমিক ২৭ শতাংশ।’

মৃতরা হলেন, যশোর শার্শা উপজেলার মৃত মান্দার সরদারের ছেলে সিদ্দিকুর রহমান (৭৪) ও ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাসিন্দা রাশিদা বেগম (৭৫)।

Advertisement

হাসপাতাল সূত্র জানায়, গত ২৭ জানুয়ারি শার্শা উপজেলার মৃত মান্দার সরদারের ছেলে সিদ্দিকুর রহমান হাসপাতালে ভর্তি হন। পরীক্ষার পর তার শরীরে করোনা শনাক্ত হয়। চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত সাড়ে ১১টার দিকে আইসিইউতে তার মৃত্যু হয়।

অপরদিকে রোববার দিবাগত রাত দেড়টার সময় ঝিনাইদহের মহেশপুর উপজেলার রাশিদা বেগম (৭৫) হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় ওই রাতে তার মৃত্যু হয়।

যশোর সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. রেহেনেওয়াজ জানান, সোমবার আক্রান্তদের মধ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৮৪ নমুনায় ৭০ জন ও র‌্যাপিড এন্টিজেন পরীক্ষায় ১৩৩ নমুনায় ৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

জেলায় এখন পর্যন্ত ২৩ হাজার ৯৬৫ জন করোনা শনাক্ত হয়েছেন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ২১ হাজার ৪৯১ জন ও মারা গেছেন ৫২০ জন।

Advertisement

মিলন রহমান/আরএইচ/এমএস