অর্থনীতি

বাণিজ্যমেলায় পণ্য রপ্তানি আদেশ ১৩৮ কোটি টাকা

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার ২৬তম আসরে ১৬ মিলিয়ন মার্কিন ডলার বা ১৩৮ কোটি টাকার রপ্তানি আদেশ এসেছে। একই সঙ্গে এক মাসে এ মেলায় পণ্য বিক্রি থেকে ভ্যাট আদায় হয়েছে দেড় কোটি টাকা।

Advertisement

সোমবার (৩১ জানুয়ারি) বিকেলে রাজধানীর পূর্বাচলের ‘বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে’ সমাপনী অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। অনুষ্ঠানে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন ও বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জানানো হয়, মেলায় ১৬ মিলিয়ন মার্কিন ডলার পণ্যের রপ্তানি আদেশ এসেছে। এ সময় প্রায় ৪০ কোটি টাকার পণ্য বিক্রি হয়েছে। এ বিক্রি থেকে এক কোটি ৫০ লাখ টাকার ভ্যাট আদায় করা হয়েছে।

এবার প্রথম রাজধানীর উপকণ্ঠে নতুন শহর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) শুরু হয় মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা।

Advertisement

আইএইচআর/বিএ/এমএস