দেশজুড়ে

নওগাঁ সীমান্তে গরু ব্যবসায়ীকে আটক করেছে বিএসএফ

নওগাঁর ধামইরহাট সীমান্তে সিফাতুল ইসলাম সিফাত (৩০) নামে এক গরু ব্যবসায়ীকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

Advertisement

সোমবার (৩১ জানুয়ারি) ভোর ৫টার দিকে উপজেলার চকিলাম বিওপির অন্তর্গত ২৬৭(৫) এস সীমান্ত পিলার সংলগ্ন ভূলকীপাড়া নামক এলাকা থেকে তাকে আটক করে।

আটক সিফাতুল ইসলাম সিফাত উপজেলার চকমহেশ গ্রামের আবু তৈয়বের ছেলে।

স্থানীয়রা জানান, রোববার রাতে সিফাতুল ইসলাম সিফাতসহ কয়েকজন গরু ব্যবসায়ী চোরাই পথে গরু নিতে ভারতে যায়। ফেরার পথে চকিলাম বিওপির অন্তর্গত ২৬৭(৫) এস সীমান্ত পিলার দিয়ে বাংলাদেশে প্রবেশে সময় বালুরঘাট জেলার শালগ্রাম বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের ধাওয়া করে। এসময় অন্যরা পালিয়ে আসতে পারলেও সিফাতুল ইসলাম সিফাতকে আটক করে নিয়ে যায়।

Advertisement

পত্মীতলার ১৪-বিজিবি চকিলাম ক্যাম্পের নায়েব সুবাদার গোলাম কবীর জানান, বেলা ১১টার দিকে বিএসএফ-এর সঙে যোগাযোগ করা হলে তারা জানায় মামলা দিয়ে তাকে স্থানীয় থানায় হস্তান্তর করেছে।

আব্বাস আলী/এএইচ/জেআইএম