বিনোদন

সনু নিগমের হাত ধরে ভারতে তৃতীয় লিঙ্গদের ব্যান্ড

বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী সনু নিগমের হাত ধরে ভারতে যাত্রা শুরু হলো তৃতীয় লিঙ্গদের নিয়ে গড়ে উঠা ব্যান্ডের। যেখানে ৬ জন ব্যান্ড সদস্যই সাধারণ জীবন থেকে নিজেদের তৃতীয় লিঙ্গের মানুষে রুপান্তর করেছেন। ব্যান্ডের প্রথম টাইটেল সং ‘হাম হ্যাপি হ্যায়’ ইতিমধ্যে মুক্তি পেয়েছে। যেটি ফ্যারেল উইলিয়ামসের ‘হ্যাপি’ গানটির নয়া সংস্করণ। ব্যান্ডের সহযোগিতায় রয়েছেন সনু নিগম। আর তার হাতেই লঞ্চিং হল ব্যান্ডের প্রথম গান। ভিডিওটির শুরুতেই শোনা যাবে পিকে খ্যাত অভিনেত্রী অানুশকা শর্মার গলা। গানটির শুরুতেই ব্যান্ড সদস্যদের পরিচয় করিয়ে দেবেন তিনি। তারপরেই শুরু হবে মূল গানটি। এই গান ইতিমধ্যেই নিজের টুইটার প্রোফাইলে শেয়ার করেছেন আনুশকা। ভিডিও পোস্ট করে তিনি লিখেছেন, ‘যেখানে কথায় কাজ হয় না, সেখানে সংগীত কথা বলে।’ব্যান্ডের পরবর্তী গান ‘সব রব দে বন্দে’২৬ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা। সেই গানেই এই মিউজিক ভিডিও সিরিজে প্রথমবার দেখা যাবে সনু নিগমকে। ভারতের রুপান্তরকামিদের এক করতে এই উদ্যোগ নিয়েছে যশরাজ ফিল্মসের ইয়ুথ উইং।এলএ

Advertisement