জাতীয়

হালদায় ২৫০০ মিটার নিষিদ্ধ ঘেরা জাল জব্দ

বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র চট্টগ্রামের হালদা নদীতে অভিযান চালিয়ে আড়াই হাজার মিটার নিষিদ্ধ ঘেরা জাল জব্দ করেছে হাটহাজারী উপজেলা প্রশাসন।

Advertisement

সোমবার (৩১ জানুয়ারি) নদীর মেখল ইউনিয়নের ছত্তারঘাট হতে বুড়িশ্চর ইউনিয়নের মদুনাঘাট এলাকাজুড়ে এ অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, হালদার সুরক্ষায় সরকার নদীটিকে ‘বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ’ ঘোষণা করেছে। এরপরও একদল অসাধু চক্র হালদা নদী থেকে মা মাছ শিকার, বালু উত্তোলন ও হালদার স্বাভাবিক জীববৈচিত্র্য বিনষ্ট হয় এমন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সোমবার এরকমই একটি চক্র প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে নিষিদ্ধ জাল বসিয়ে মাছ শিকার করছে- এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এতে কাউকে আটক করা সম্ভব না হলেও ঘেরা জাল জব্দ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহিদুল আলম জাগো নিউজকে বলেন, আজ (সোমবার) বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ঘেরা জাল জব্দ করা হয়েছে। হালদার জীববৈচিত্র্য রক্ষায় প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

Advertisement

মিজানুর রহমান/এমকেআর/জিকেএস