জাতীয়

চট্টগ্রামে তেলের কারখানায় অগ্নিকাণ্ড

চট্টগ্রাম নগরের সাগরিকা এলাকায় ‘নুরজাহান’ গ্রুপের একটি তেলের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

Advertisement

সোমবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে সাগরিকা জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের পাশে জেসমিন ভেজিটেবল ওয়েল মিলে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। দুপুর পৌনে ১২টার দিকে সবশেষ পাওয়া খবরে আগুন নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নির্বাপণ হয়নি।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ফারুক হোসেন সিকদার জাগো নিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

Advertisement

তিনি বলেছেন, এটি ভেজিটেবল অয়েলের কারখানা ছিল। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। আগুন পুরোপুরি নির্বাপণ হলে তদন্ত করা হবে। তদন্তসাপেক্ষে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যাবে।

মিজানুর রহমান/এমকেআর/জিকেএস