রাষ্ট্রায়ত্ত বেসিক ব্যাংকের ঋণ জালিয়াতির ঘটনায় ব্যাংকটির সাবেক তিন কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশন (দুদক) তাদের আটক করে। এরপর জিজ্ঞাসাবাদ শেষে আদালতে নেয়া হয়। আদালত তাদের কারাগারে পাঠায়। জানা যায়, বেসিক ব্যাংকের ঋণ জালিয়াতির ঘটনায় করা মামলায় তদন্তের অংশ হিসেবে সাবেক এ তিন কর্মকর্তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই তিন কর্মকর্তা হলেন- সাবেক দুই উপ-ব্যবস্থাপনা পরিচালক ফজলুস সোবহান ও মো. সেলিম এবং সহকারী মহাব্যবস্থাপক শিপার আহমেদ। ইতোমধ্যে ওই তিনজনকে বরখাস্ত করেছে বেসিক ব্যাংক।সূত্র জানিয়েছে, দুপুরে দুদকের একটি দল এই সাবেক তিন কর্মকর্তাকে দুদক কার্যালয়ে নিয়ে যায়। জিজ্ঞাসাবাদ শেষে তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। তাদের রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হবে বলেও জানা গেছে।বেসিক ব্যাংকের সাড়ে চার হাজার কোটি টাকার ঋণ জালিয়াতির ঘটনায় গত বছরের সেপ্টেম্বরে ৫৬টি মামলা করে দুদক। এই তিনজন কয়েকটি মামলার আসামি বলে জানা গেছে।এসএ/একে/এমএস
Advertisement