আন্তর্জাতিক

বেইজিং অলিম্পিক: খেলোয়াড়সহ ৩৪ জনের করোনা শনাক্ত

 

আলোচিত বেইজিং অলিম্পিক ২০২২ অনুষ্ঠিত হবে আগামী ৪ ফেব্রুয়ারি। যা চলবে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত। করোনা মহামারির মধ্যেই অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের অনুষ্ঠান। রোববার (৩০ জানুয়ারি) অলিম্পিক সংশ্লিষ্ট ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। আয়োজক কমিটি এ তথ্য নিশ্চিত করেছেন। নিক্কেই এশিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। জানা গেছে, আক্রান্তদের প্রায় এক তৃতীয়াংশই হচ্ছে খেলোয়াড় ও দলের কর্মকর্তা। তাদের মধ্যে ২৩ জন অন্য দেশ থেকে এসেছেন বাকি ১১ জন আক্রান্তদের সংস্পর্শে গিয়েছিলেন। নিয়ম অনুযায়ী, যে সব খেলোয়াড়ের করোনা শনাক্ত হবে তাদের নেগেটিভ না আসা পর্যন্ত আইসোলেশনে থাকতে হবে।

Advertisement

অস্ট্রেলিয়া জানায়, বেইজিং পৌঁছানোর পর তাদের দলের একজনের করোনা পজেটিভ হয়েছে। এরপরেই তাকে আইসোলেশনে রাখা হয়। অস্ট্রেলিয়ান অলিম্পিক কমিটি এক বিবৃতিতে জানায়, দলের সদস্যদের আগামীকাল চূড়ান্ত করোনা পরীক্ষা করা হবে। এতে নেগেটিভ রেজাল্ট এলে স্বাভাবিক নিয়মে ফেরা সম্ভব হবে।

বেইজিং অলিম্পিকের আয়োজকরা আগামী দিনে আরও করোনা শনাক্তের বিষয়ে সতর্ক করেছেন। তবে এরই মধ্যে রাজধানীতে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তাছাড়া স্থানীয় জনগণের সঙ্গে খেলাধুলায় অংশগ্রহণকারীর চলাচল ও যোগাযোগ সীমাবদ্ধ করা হয়েছে।

গত বছরের শেষের দিকে যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ বেইজিংয় অলিম্পিক বয়কটের ঘোষণা দেয়। বলা হয়, দেশগুলোর কূটনীতিকরা এই অলিম্পিক বয়কট করবেন। সে অনুযায়ী অলিম্পিকে কোনো অফিসিয়াল ডেলিগেশন পাঠায়নি তারা। তবে তাদের অ্যাথলেটরা খেলায় অংশ নেবেন বলে জানানো হয়।

Advertisement

এমএসএম/জিকেএস