জাতীয়

কালিয়াকৈর হাইটেক পার্ক বঙ্গবন্ধুর নামে করার সুপারিশ

রাজধানীর অদূরে গাজীপুরের কালিয়াকৈর হাইটেক ও যশোর সফটওয়্যার টেকনোলোজি পার্ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে নামকরণের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১২তম বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি ইমরান আহমদের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী তারানা হালিম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, মোয়াজ্জম হোসেন রতন, শওকত হাচানুর রহমান (রিমন), শরীফ আহমেদ, কাজী ফিরোজ রশীদ এবং হোসনে আরা লুৎফা ডালিয়া অংশ নেন।বৈঠক শেষে কমিটির সভাপতি ইমরান আহমদ জাগো নিউজকে বলেন, সংসদীয় কমিটির সদস্যদের দাবির কারণে কালিয়াকৈর হাইটেক ও যশোর সফটওয়্যার টেকনোলোজি পার্ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে নামকরণের সুপারিশ করেছে সংসদীয় কমিটি।    বৈঠকে উল্লেখ করা হয়, সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার ১৬২ একর জমিতে সিলেট ইলেকট্রনিক্স সিটি প্রতিষ্ঠার জন্য আইসিটি বিভাগ প্রকল্প গ্রহণ করেছে এবং উক্ত প্রকল্পে প্রায় ৭ কোটি টাকার কাজ শেষ হয়েছে। ওই প্রকল্পে ১৮০ কোটি টাকার উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন প্রক্রিয়াধীন রয়েছে। প্রকল্পটিতে তিন ধরনের সুবিধা থাকবে। সেগুলো হল- ট্রেনিং সেন্টার, আইসিটি পার্ক এবং সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) মাধ্যমে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক প্রকল্প। বৈঠকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সাফল্য এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনার উপর  বাংলা এবং ইংরেজি ভাষায় পৃথকভাবে একটি প্রকাশনা তৈরির বিষয়ে সুপারিশ করা হয়। কমিটি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ যথাযথভাবে মনিটরিং করা এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পগুলোর কাজ সমাপ্ত করার বিষয়ে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে। বৈঠকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব, বিটিআরসির চেয়ারম্যানসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।    এইচএস/একে

Advertisement