শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির স্বামী ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ট্রাস্টি বোর্ড সদস্য ড. তৌফিক নেওয়াজ করোনা আক্রান্ত হয়েছেন। গতকাল (শনিবার) রাতে তার কোভিড পজিটিভ রিপোর্ট এসেছে।
Advertisement
স্বামীর করোনা পজিটিভ হওয়ায় আইসোলেশনে আছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
রোববার (৩০ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, শিক্ষামন্ত্রীর স্বামীর করোনার উপসর্গ ছিল। টেস্ট করানোর পর গতকাল রাতে করোনা শনাক্ত হয়। তিনি এখন নার্সদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন। তার করোনা শনাক্ত হওয়ার খবরে গত রাত থেকে শিক্ষামন্ত্রীও আইসোলেশনে আছেন।
Advertisement
এদিকে আগামীকাল (সোমবার) দুপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের জন্য নির্বাচিত প্রার্থীদের নিয়োগপত্র তুলে দেওয়ার কথা আছে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির। ওই অনুষ্ঠানে তিনি ভার্চুয়ালি যোগ দেবেন বলে জানান এম এ খায়ের।
এমএইচএম/এমএইচআর/জিকেএস