চট্টগ্রামে এসে যেমন জমেছে বিপিএলের মাঠের খেলা, তেমনি মাঠের বাইরের খেলাও বেশ জমিয়ে তুলেছে স্বাগতিক দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। প্রথমে হুট করেই বদলে দিয়েছে অধিনায়কত্ব। পরে সেই অধিনায়কত্ব থেকে সরানো নিয়ে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মেহেদি হাসান মিরাজ।
Advertisement
শনিবার দলের পক্ষ থেকে জানানো হয়েছে, হেড কোচ পল নিক্সনের পরামর্শ অনুযায়ীই বদলানো হয়েছে মিরাজকে, দায়িত্ব দেওয়া হয়েছে নাইম ইসলামকে। কিন্তু আজ (রোববার) মিরাজ জানালেন ভিন্ন কথা, করলেন মিথ্যাচারের অভিযোগ।
দেশের ক্রিকেটের অন্যতম তারকা অলরাউন্ডারের সকল রাগ মূলত দলের চিফ অপারেটিং অফিসার (সিওও) সৈয়দ ইয়াসির আলমের ওপর। আজ টিম হোটেলে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মিরাজ সাফ বলেছেন, ‘আমার স্পষ্ট কথা, ইয়াসির থাকলে আমি খেলবো না।’
শুধু তাই নয়, মিরাজকে অধিনায়কত্ব থেকে সরানো নিয়ে সিওও সৈয়দ ইয়াসির আলম মিথ্যাচার করছেন বলে অভিযোগ করেছেন মিরাজ। এ বিষয়ে হেড কোচ পল নিক্সন ও দলের মালিকপক্ষও কিছু জানে না বলে মন্তব্য করেছেন তিনি।
Advertisement
টিম হোটেল ছেড়ে বেরিয়ে চলে যাওয়ার জন্য একপ্রকার রওনা হয়ে গিয়েছিলেন মিরাজ। সেখানেই কথা বলেন সংবাদমাধ্যমের সঙ্গে। যেখানে ইয়াসির আলমের ব্যাপারে মিরাজ বলেন, ‘ও সিওও থাকতে পারবে না, ও দলের সাথে কোনো কিছুতে থাকতে পারবে না। ও যদি দল থেকে চলে যায়, তাহলে আমি থাকবো।’
তবে শেষপর্যন্ত টিম হোটেল ছেড়ে যাননি মিরাজ। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের লজিস্টিক ম্যানেজারের অনুরোধে স্ত্রী-সন্তানকে নিয়ে হোটেলে ঢুকে যান তিনি। তবে হোটেলে ঢোকার সময়ও আবার বলেন, ‘ও যদি দলের সঙ্গে থাকে, তাহলে আমি খেলবো না।’
এসময় ইয়াসির আলমের ওপর মিথ্যাচারের অভিযোগ এনে মিরাজ আরও বলেন, ‘ইয়াসির তো সবময়ই ব্যস্ত থাকে। সে যে স্ট্যাটমেন্ট দিছে সেটা সম্পূর্ণ মিথ্যা। ইয়াসিরই সবচেয়ে বড় অপরাধী। আমি নিশ্চিত মালিককে যেভাবে বলা হচ্ছে উনি সেভাবে করছে। উনি এখানে জড়িত নয়।’
এসএএস/জেআইএম
Advertisement