চাকরি নামের সোনার হরিণটি ধরার জন্য সবাই মরিয়া। কিন্তু ভালো প্রাতিষ্ঠানিক ফলাফল নিয়েও চাকরির নিয়োগ পরীক্ষায় অকৃতকার্য হন অনেকেই। চাকরির পরীক্ষায় প্রস্তুতির জন্য নিয়মিত পড়াশোনা করতে হয়। চাকরিপ্রার্থীদের প্রতিদিনের প্রস্তুতির জন্য ‘দৈনন্দিন বিজ্ঞান’ নিয়ে জাগো জবসের বিশেষ আয়োজন।১. প্রশ্ন : ভূমিকম্প নির্ণয়ক যন্ত্রের নাম কী?উত্তর : সিসমোগ্রাফ। ২. প্রশ্ন : রঙিন টেলিভিশন থেকে যে ক্ষতিকর রশ্মি বের হয় তাকে কী বলে?উত্তর : গামা রশ্মি। ৩. প্রশ্ন : দুধের ঘনত্ব কোন যন্ত্র দিয়ে মাপা হয়?উত্তর : ল্যাকটোমিটার। ৪. প্রশ্ন : টেলিভিশন কে আবিষ্কার করেন?উত্তর : জন এল বেয়ার্ড। ৫. প্রশ্ন : রেডিও কে আবিষ্কার করেন?উত্তর : মার্কনি। ৬. প্রশ্ন : রেলওয়ে ইঞ্জিন কে আবিষ্কার করেন? উত্তর : স্টিফেনসন। ৭. প্রশ্ন : বাষ্প ইঞ্জিন কে আবিষ্কার করেন?উত্তর : জেমস ওয়াট। ৮. প্রশ্ন : কম্পিউটার কে আবিষ্কার করেন?উত্তর : হাওয়ার্ড এইকিন। ৯. প্রশ্ন : আধুনিক কম্পিউটার কে আবিষ্কার করেন?উত্তর : চার্লস ব্যাবেজ। ১০. প্রশ্ন : পেনিসিলিন কে আবিষ্কার করেন?উত্তর : আলেকজান্ডার ফ্লেমিং। ১১. প্রশ্ন : পারমাণবিক বোমা কে আবিষ্কার করেন?উত্তর : ওপেন হেমার। ১২. প্রশ্ন : অ্যাটম বোমা কে আবিষ্কার করেন?উত্তর : অটোহ্যান। ১৫. প্রশ্ন : মহাজাগতিক রশ্মি কে আবিষ্কার করেন?উত্তর : রাদারফোর্ড। ১৬. প্রশ্ন : বংশগতিবিদ্যার জনক কে?উত্তর : মেন্ডেল। ১৭. প্রশ্ন : হোমিওপ্যাথিক ওষুধের আবিষ্কারক কে?উত্তর : হ্যানিম্যান। ১৮. প্রশ্ন : রিলেটিভিটির সূত্র কে আবিষ্কার করেন?উত্তর : আলবার্ট আইনস্টাইন। ১৯. প্রশ্ন : ক্যালকুলাস কে আবিষ্কার করেন?উত্তর : নিউটন। ২০. প্রশ্ন : আলোর গতির আবিষ্কারক কে?উত্তর : এ মাইকেলসন।এসইউ/এমএস
Advertisement